Lawyer: কালো গাউন ছাড়াই আদালতকক্ষে গিয়েছিলেন আইনজীবী, দেখেই বিচারক যা করলেন…

সাধারণত আইনজীবীদের কালো গাউন পরেই আসতে দেখা যায় আদালতে। এটাই তাঁদের ড্রেস কোড। এমনি সময় খুলে রাখেন। আর যখন কোর্ট রুমে ঢোকেন তখন চাপিয়ে নেন সেই কালো গাউন। কিন্তু কেউ যদি আদালতে সেই কালো গাউন পরে না যান তবে কী হতে পারে? 

মঙ্গলবার বোম্বে হাইকোর্টে শুনানি চলার সময় এক আইনজীবীর ড্রেস কোড ঠিকঠাক ছিল না। তিনি আবেদনকারীর পক্ষের আইনজীবী হিসাবে সওয়াল করছিলেন। আর তাঁর ঠিকঠাক ড্রেস কোড ছিল না বলে অভিযোগ। এরপরই বোম্বে হাইকোর্ট সেই মামলা স্থগিত করে দেয়। 

বিচারপতি এ এস গদকরি ও বিচারপতি শিবকুমার দিগের বেঞ্চ এই মামলা স্থগিত করে দেয় বলে খবর। ফের ১০ জুলাই এই মামলার শুনানি হবে বলে খবর। 

বার অ্য়ান্ড বেঞ্চের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, আদালত তার নির্দেশে জানিয়েছে, পিটিশনারের পক্ষে যে আইনজীবী ছিলেন তিনি উপযুক্ত পোশাক পরে ছিলেন না। সেকারণে মামলা সাময়িক স্থগিত করে দেওয়া হয়েছে। এরপর ১০ জুলাই পরবর্তী শুনানি। 

অ্য়াসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর মানকুয়ার দেশমুখ বার অ্য়ান্ড বেঞ্চকে জানিয়েছেন, আইনজীবী গাউন পরে ছিলেন না। 

এবার জেনে নিন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রীতি অনুসারে আইনজীবীরা ঠিক কী ধরনের ড্রেস কোডকে অনুসরণ করবেন।

পুরুষ আইনজীবীরা কী ধরনের পোশাক পরবেন? 

১) কালো বোতাম দেওয়া কোট, চাপকান, আচকান, কালো শেরওয়ানি, সাদা ব্যান্ড,তার সঙ্গে আইনজীবীদের গাউন।

অথবা

২) কালো খোলা ব্রেস্ট কোট, সাদা জামা, সাদা কলার, সাদা ব্যান্ড আর আইনজীবীদের গাউন।

তবে দুটি ক্ষেত্রেই সাদা, কালো স্ট্রাইপ দেওয়া অথবা গ্রে প্যান্ট চলতে পারে। ধুতিও পরতে পারেন। তবে জিন্স পরা যায় না। 

তবে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা আদালত, সেশন কোর্ট, সিটি সিভিল কোর্ট ছাড়া অন্যান্য আদালতে ব্যান্ডের জায়গায় কালো টাই পরতে পারেন।

মহিলা আইনজীবীরা কি পরেন? 

কালো ফুল স্লিভ জ্যাকেট অথবা ব্লাউজ, সাদা কলার, সাদা ব্যান্ড, অ্য়াডভোকেট গাউন, সাদা ব্লাউজ, কলার সহ অথবা কলার ছাড়া, কালো ওপেন ব্রেস্ট কোট

অথবা

শাড়ি অথবা লং স্কার্টস অথবা পাঞ্জাবি ড্রেস, শালোয়ার কুর্তা, সাদা অথবা কালো দোপাট্টা, ট্র্যাডিশনাল ড্রেস আর তার সঙ্গে কালো কোট আর ব্যান্ড। গরমকালে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট ছাড়া কালো কোট না পরলেও চলে।