Emiliano Martinez Kolkata Embraces World Cup Winner Argentine Goalkeeper With Emotion Mohun Bagan East Bengal

সৌমিত্র রায়, কলকাতা : মঙ্গলবার দিনভর এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez) জ্বরে কাঁপল কলকাতা। আবেগ, উন্মাদনা, উচ্ছ্বাস, বিতর্ক। বাদ গেল না কিছুই। কলকাতার (Kolkata) দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান কর্মকর্তাদের এক মঞ্চে মেলালেন এমি। উচ্ছ্বাস, উন্মাদনায় ভাঙল গাড়ির কাচ।

সোমবার কলকাতায় পা রেখেই উচ্ছ্বাস, উন্মাদনায় আপ্লুত হয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। মঙ্গলবার দিনভর এমিকে ঘিরে উন্মাদনা ও আবেগে ভাসল কলকাতা। দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কর্মকর্তাদের একমঞ্চে মেলালেন তিনি। এদিন মিলন মেলা অডিটোরিয়ামে (Milan Mela Auditorium) এক অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের (East Bengal) তরফে সম্বর্ধনা দেওয়া হয় আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী- (World Cup Winner) গোলরক্ষককে। লাল হলুদের আজীবন সদস্য়পদও দেওয়া হয় তাঁকে। মঞ্চেই জয় ইস্টবেঙ্গল ও জয় মোহনবাগান স্লোগান দেন মেসির দেশের বিশ্বজয়ী গোলরক্ষক। 

কলকাতার ফুটবলপ্রেমীদের আবেগ, উন্মাদনায় আপ্লুত আর্জেন্তিনার (Argentina) তারকা ভবিষ্য়তবাণী করলেন ভারতের ফুটবল বিশ্বকাপ খেলা নিয়েও। ‘ভারতে অনেক ট্য়ালেন্টেড ফুটবলার আছে। ভারত একদিন বিশ্বকাপ খেলবে’ বলেই মনে করেন এমি। উন্মাদনা, উচ্ছ্বাস, আবেগের মাঝেই পিছু ছাড়ল না বিতর্কও। মিলন মেলা প্রাঙ্গণ ছাড়ার সময়ে উচ্ছ্বসিত ভক্তের হাত থেকে ফটো ফ্রেম পড়ে গিয়ে ভাঙল মার্টিনেজের গাড়ির কাচ। শেষে পুলিশের (Police) গাড়িতে মিলন মেলা ছাড়েন বিশ্বকাপজয়ী তারকা। 

এমির পরের গন্তব্য় ছিল মোহনবাগান (Mohun Bagan) ক্লাব। সেখানে পেলে মারাদোনা, সোবার্সের নামাঙ্কিত গেটের উদ্বোধন করেন তিনি। সূচনা করেন কলকাতা পুলিশ আয়োজিত ফ্রেন্ডশিপ কাপের। এদিন মোহনবাগান ক্লাবে মোহনবাগান অল স্টার একাদশ বনাম কলকাতা পুলিশ কমিশনার একাদশের প্রীতি ম্য়াচের আয়োজন করা হয়। খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান মার্টিনেজ। 

ঘুরে দেখেন সবুজ মেরুন মাঠ। মোহনবাগান ক্লাবের তরফেও সম্বর্ধনা দেওয়া হয় এমিকে। বুধবার শ্রী ভূমি স্পোর্টিং ও সন্তোষ মিত্র স্কোয়ারে দুটি কর্মসূচিতে যোগ দেবেন এমি। সেখানে তাঁর হাতে তুলে দেওয়া হবে বিশেষ গ্লোডেন গ্লাভসও। সব মিলিয়ে মার্টিনেজময় কলকাতা।        

আরও পড়ুন- পেনাল্টি শ্যুট আউটে ফের নায়ক গুরপ্রীত, কুয়েতকে হারিয়ে নবম সাফ কাপ জিতল ভারত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মাকড়ের কামড় ! সময় থাকতে চিকিৎসা না হলেই প্রাণঘাতী হতে পারে স্ক্রাব টাইফাস