Emiliano Martinez Showers Flowers On Diego Maradona’s Statue At Lake Town, Know In Details

কলকাতা: চারপাশ গমগম করছে ব্যান্ডের ড্রামের তালে। সঞ্চালক মাইক হাতে ঘোষণা করছেন, ‘এমি, আপনাকে এই মূর্তির ইতিহাস বলব। খুব সহজ সরল ইতিহাস। এটাই গোটা বিশ্বে মারাদোনার একমাত্র মূর্তি, যেটার উন্মোচন করেছিলেন স্বয়ং দিয়েগো।’

তিনি, এমিলিয়ানো মার্তিনেজ় (Emiliano Martinez) শ্রদ্ধাসহ বেশ কিছুক্ষণ সেই মূর্তির দিকে চেয়ে রইলেন। নিষ্পলক। তারপর হাতে তুলে নিলেন ফুলের পাপড়ি। শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন মূর্তির পাদদেশে। তারপর মূর্তির পায়ের কাছে রেখে দিলেন সফেদ মালাও।

কোথাও থেকে সেই দৃশ্য দেখে ফুটবলের রাজপুত্র কি হাসলেন? তাঁর হাতে বিশ্বকাপ উঠেছিল ১৯৮৬ সালে। তারপর ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষা। ফের বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসিরা। যে জয়ের অন্যতম নায়ক, গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। তিনি যখন কলকাতায় এসে মারাদোনার (Diego Maradona) মূর্তিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন, তখন বিশেষ একটি মুহূর্ত তৈরি হয় বৈকি!

লেক টাউনে দিয়েগো মারাদোনার মূর্তিতে মাল্যদান করলেন এমিলিয়ানো মার্তিনেজ়। তারপর হুডখোলা গাড়িতে চড়ে রওনা দিলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে। যেখানে তাঁর জন্য জমকালো সংবর্ধনার আয়োজন করেছেন মন্ত্রী সুজিত বসু। যিনি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কর্ণধারও। মার্তিনেজ়কে এক ঝলক দেখতে মানুষের ভিড়। ধাক্কাধাক্কি। যদিও হাসিমুখেই সব সামলালেন আর্জেন্তিনার মহাতারকা। ঠিক যেভাবে বিপক্ষের আক্রমণের মুখে আগলে রাখেন দলের গোল।

মঙ্গলবার দিনভর এমিলিয়ানো মার্তিনেজ় (Emiliano Martinez) জ্বরে কাঁপল কলকাতা। আবেগ, উন্মাদনা, উচ্ছ্বাস, বিতর্ক। বাদ গেল না কিছুই। কলকাতার (Kolkata) দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান কর্মকর্তাদের এক মঞ্চে মেলালেন এমি। উচ্ছ্বাস, উন্মাদনায় ভাঙল গাড়ির কাচ।

সোমবার কলকাতায় পা রেখেই উচ্ছ্বাস, উন্মাদনায় আপ্লুত হয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। মঙ্গলবার দিনভর এমিকে ঘিরে উন্মাদনা ও আবেগে ভাসল কলকাতা। দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কর্মকর্তাদের একমঞ্চে মেলালেন তিনি। এদিন মিলন মেলা অডিটোরিয়ামে (Milan Mela Auditorium) এক অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের (East Bengal) তরফে সংবর্ধনা দেওয়া হয় আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী (World Cup Winner) গোলরক্ষককে। লাল হলুদের আজীবন সদস্য়পদও দেওয়া হয় তাঁকে। মঞ্চেই জয় ইস্টবেঙ্গল ও জয় মোহনবাগান স্লোগান দেন মেসির দেশের বিশ্বজয়ী গোলরক্ষক। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      

https://t.me/abpanandaofficial