Senco Gold IPO 2nd Day: দ্বিতীয় দিনে আড়াই ঘণ্টায় শেষ সেনকো গোল্ডের IPO, বৃহস্পতিতে পাবেন শেষ সুযোগ

দ্বিতীয় দিনে বাজার খোলার আড়াই ঘণ্টার মধ্যেই নিঃশেষ হয়ে গেল সেনকো গোল্ডের ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও)। অর্থাৎ পুরোপুরি ‘সাবস্ক্রাইব’ হয়ে গিয়েছে। বিশেষত রিটেল ইনভেস্টর (ব্যক্তিগত বিনিয়োগকারী) এবং অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (বড় বিনিয়োগকারীদের মতো আর্থিক সংস্থান নেই) দারুণ সাড়া মিলেছে। শেয়ার বাজারের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দিনে মোট ৯৪.১৮ লাখ শেয়ার ছাড়া হয়েছিল। সেজন্য ১.১২ কোটি আবেদন জমা পড়েছে। অর্থাৎ ১.২৫ গুণ ‘সাবস্ক্রাইব’ হয়েছে সেনকো গোল্ড লিমিটেডের আইপিও। সকাল ১১ টা ২০ মিনিটে রিটেল ক্যাটেগরিতে ১.৯৮ গুণ ‘সাবস্ক্রাইব’ করা হয়েছে। ১.২৩ গুণ শেয়ার ‘বুক’ করেছেন অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোনও আবেদন জমা করেননি।

আরও পড়ুন: Adani weath erosion- হিন্ডেনবার্গ রিপোর্টে জেরে একদিনে ১৭০৮৩৯ কোটি টাকার ক্ষতি হয়েছিল গৌতম আদানির

প্রথম দিনে কেমন ফল করেছিল সেনকো গোল্ডের আইপিও

মঙ্গলবার বাজারে গয়না প্রস্তুতকারক সংস্থা সেনকো গোল্ড লিমিটেডের আইপিও ছাড়া হয়। ভালো সাড়া পেলেও দ্বিতীয় দিনের মতো পুরোপুরি সাবস্ক্রাইব হয়নি। প্রথম দিন বাজার বন্ধের সময় ৬৯ শতাংশ শেয়ারের জন্য আবেদন জমা পড়ে। যেখানে মোট ৯৪.১৮ লাখ শেয়ার ছাড়া হয়েছিল, সেখানে ৬৫.২৪ লাখ আবেদন জমা পড়ে। রিটেল ইনভেস্টররা বেশি আগ্রহ দেখান। ওই ক্যাটেগরিত ১.১২ গুণ বেশি আবেদন জমা পড়ে। আপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে সেটা ছিল ৬২ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্যাটেগরিতে কোনও আবেদন জমা পড়েনি।

আরও পড়ুন: Phosphate discovery- আবিষ্কার হল বিপুল পরিমাণ ফসফেট, ব্য়াটারির জন্য় ১০০ বছরের জোগান নিশ্চিন্ত

বৃহস্পতিবারই শেষদিন

সেনকো গোল্ড লিমিটেডের আইপিও প্রক্রিয়া খোলা থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। অর্থাৎ আপনিও যদি সেনকো গোল্ডের শেয়ার পাওয়ার জন্য আবেদন করতে চান, তাহলে বৃহস্পতিবার শেষ সুযোগ পাবেন। প্রতিটি ইক্যুইটি শেয়ারের দাম ৩০১ টাকা থেকে ৩১৭ টাকার স্তরে আছে।

উল্লেখ্য, আইপিওয়ের মাধ্যমে সেনকো গোল্ড লিমিটেড মোট ৪০৫ কোটি টাকার তোলার চেষ্টা করছে। তবে জনসাধারণের জন্য আইপিও চালু হওয়ার আগেই ২১ জন ‘অ্যাঙ্কর ইনভেস্টর’-দের (আইপিওয়ের সময় কোনও সংস্থায় বড় অঙ্কের বিনিয়োগ করেন) হাত ধরে ১২১ কোটি টাকার বেশি উঠে আসে। সার্বিকভাবে ২৭০ কোটি টাকা মূল্যের শেয়ার নতুন করে বাজারে ছেড়েছে সেনকো গোল্ড। সঙ্গে আছে ১৩৫ কোটি টাকার মূল্যের ‘অফার ফর সেল’ ইক্যুইটি শেয়ার (এসএআইএফ পার্টনারস ইন্ডিয়া আইভি লিমিটেড)।