Top Morning News: তাজা খবর- সাধু সেজে গায়ে সাপ ছুড়ে হার ছিনতাই নিউ আলিপুরে, শুভেন্দুর ৮০% ধামাকা

সাধু সেজে গায়ে সাপ ছুড়ে হার ছিনতাই নিউ আলিপুরে

চোখে রাসায়নিক স্প্রে করে এবং গায়ে সাপ ছুড়ে দিয়ে নিউ আলিপুরে সোনার হার ছিনতাই করে নিল চার দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ন’টায় অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোন অনির্বাণ দাস। বুড়োশিবতলার কাছে আসতে সাধুর ভেকধারী চারজন আসে। ১০ টাকা দিতে বলে তারা। ১১ টাকা দেন অনির্বাণ। তারপর তাঁকে ঠাকুরের মূর্তিতে গলার হার ঠেকাতে বলে দুষ্কৃতীরা। তখনই তাঁর চোখে রাসায়নিক মেশানো জল ছোড়া হয়। তারপর ছুড়ে দেয় দুটি জীবন্ত সাপ। তারইমধ্যে গলা থেকে হার ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

আরও পড়ুন: Cyclonic circulation weather update: বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত, অবশেষে কি ভারী বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে?

ইতিমধ্যে বেহালা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (বেহালা) সৌম্য রায় জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে। সোনার হার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে একটি মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: Mamata on Ram Mandir: ‘ওরা ১টা মন্দির করছে, আমরা আরও বেশি করেছি’, রাম মন্দির নিয়ে ‘আপত্তি’ নেই মমতার

পঞ্চায়েত ভোটের আগে বিহার ও ঝাড়খণ্ডের বর্ডার সিল করার সিদ্ধান্ত

পঞ্চায়েত ভোটের আগেই বিহার এবং ঝাড়খণ্ডের বর্ডার সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ পুলিশ। মঙ্গলবার ভবানী ভবনে বিহার এবং ঝাড়খণ্ডের রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি মনোজ মালব্য। এমনিতে হামেশাই অভিযোগ ওঠে যে বিহার এবং ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে সমাজবিরোধীরা আসে। তারপর এই রাজ্যে অপরাধমূলক কাজ করে বিহার এবং ঝাড়খণ্ডে পালিয়ে যেত। সেখানেই গা ঢাকা দিয়ে থাকত। এবার সেটাই রুখতে চাইছে পুলিশ।

মমতা সরকারের ৮০ শতাংশ লোকই যোগাযোগ রাখছেন, দাবি শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ৮০ শতাংশ লোক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। নদিয়ার চাকদার সভা থেকে সেই মন্তব্য করেন তিনি। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের নেতা কুণাল ঘোষ পালটা খোঁচা দিয়েছেন, ৯৯ শতাংশ বিজেপি কর্মী-সমর্থকই শুভেন্দুকে দু’চোখে দেখতে পারেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি মানুষের যোগ আছে।