IPS C VijayaKumar: ঝকঝকে কেরিয়ার, তবুও সার্ভিস রিভালবার থেকে গুলি করে নিজেকে শেষ করলেন IPS আধিকারিক, কেন এত অবসাদ?

আইপিএস অফিসার সি বিজয়কুমার। অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি সার্ভিস রিভালবার থেকে গুলি করে আত্মহত্যা করেছেন। একাধিক নিউজ রিপোর্ট অনুসারেও জানা গিয়েছে, আত্মহত্যা করেছেন তিনি। নিজের সার্ভিস রিভালবার দিয়ে তিনি নিজেকে শেষ করে দেন। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তিনি ২০০৯ সালের ব্যাচের আইপিএস। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি কোয়েম্বাটোর সার্কেলের ডিআইজির দায়িত্ব নিয়েছিলেন। সেই দক্ষ পুলিশকর্তার এই মৃত্যু মানতে পারছেন না অনেকেই। পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্রের খবর, শুক্রবার সকালে তিনি কোয়েম্বাটোর রেসকোর্সের দিকে তাঁর ক্যাম্প অফিসের দিকে যান। সেখানে গিয়ে তিনি ব্যক্তিগত দেহরক্ষীকে বলেন, আমার সার্ভিস রিভালবারটা দাও। এরপর সকাল ৬টা ৫০ মিনিট নাগাদ তিনি গুলি চালিয়ে দেন।

গুলির আওয়াজ পেয়েই ছুটে আসেন অন্যান্য পুলিশ আধিকারিকরা। তাঁর দেহ কোয়েম্বাটোর মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কিন্তু প্রশ্ন উঠছে তিনি আচমকা গুলি করলেন কেন?

সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই তিনি তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন। তিনি নাকি তাঁর সহকর্মীদের এই মানসিক পরিস্থিতির কথা জানিয়েছিলেন। তিনি তাঁর সহকর্মীদের জানিয়েছিলেন, গত কয়েকদিন ধরে তিনি ঘুমোতে পারছেন না। তারপরই এই মর্মান্তিক ঘটনা।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। এর আগে তিনি চেন্নাইয়ের আন্না নগরে ডেপুটি কমিশনার অফ পুলিশের দায়িত্বে ছিলেন। আগে কাঞ্চিপুরম, কুড্ডালোর, নাগাপাট্টিনাম সহ বিভিন্ন জেলায় তিনি পুলিশ সুপারের দায়িত্ব সামলেছেন। কিন্তু কেন তিনি এত বড় চরম পরিণতির দিকে এগিয়ে গেলেন তা নিয়ে নানা চর্চা হচ্ছে পুলিশ মহলে।