PM Narendra Modi: ‘দুর্নীতি হল কংগ্রেসের আদর্শ,’ ছত্তিশগড় থেকে তির ছুঁড়লেন মোদী

রায়পুরের সভা থেকে কংগ্রেসকে নিশানা করে জোরালো আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সাফ জানিয়ে দেন, কংগ্রেসের অন্যতম আদর্শ হল দুর্নীতি। সেই দুর্নীতিকে আশ্রয় করে থাকতে চায় কংগ্রেস। মোদী জানিয়েছেন, কংগ্রেস দুর্নীতির গ্যারান্টি দেয় আর আমরা দুর্নীতি থেকে মুক্ত হওয়ার গ্যারান্টি দিই।

ছত্তিগড়ের রাজধানী রায়পুরের সভায় বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, কংগ্রেস হল অপশাসনের প্রতীক। আর সামনের ভোট সেই কংগ্রেসকে উপড়ে ফেলতে মনস্থির করে ফেলেছেন এখানকার মানুষ।

 

মোদী জানিয়েছেন, ছত্তিশগড়ের উন্নয়নের ক্ষেত্রে আগামী ২৫ বছর খুব গুরুত্বপূর্ণ। কিন্তু উন্নয়নের সেই গতির সামনে বড় পাঁচিলের মতো দাঁড়িয়ে রয়েছে বিরাট পাঁজা। কার্যত তিনি কংগ্রেসের প্রতীককে এক্ষেত্রে বোঝাতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। তাঁর মতে, এই পাঁজা সব লুঠ করে নিচ্ছে। অধিকার ছিনিয়ে নিচ্ছে। রাজ্যটাকে শেষ করে দিচ্ছে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, হাতে গঙ্গাজল নিয়ে এই কংগ্রেস শপথ করেছিল রাজ্যে মদ নিষিদ্ধ করবে। এমনকী ইস্তেহারে তারা লিখেছিল দশ দিনের মধ্যে তারা এটা করবে। লম্বা ,চওড়া সব প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তাদের এখন স্মৃতি দুর্বল হয়ে যাচ্ছে।

তিনি বলেন, মদ নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছিল কংগ্রেস। কিন্তু ক্ষমতায় আসার পর সেটা তারা করেনি। আসলে তারা ছত্তিশগড়ের মহিলাদের সঙ্গে প্রতারণা করেছে। আর তারাই এখন হাজার কোটির মদ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। অভিযোগ উঠেছ সেই মদের দুর্নীতির কমিশন কংগ্রেস নেতাদের পকেটে গিয়েছে।

তাঁর মতে কয়লা মাফিয়া, বালি মাফিয়া, জমি মাফিয়ার দাপট বেড়েছে এলাকায়। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য জল জীবন মিশন চালু করা হয়েছিল। কিন্তু দুর্নীতির কালো হাত থেকে রক্ষা পায়নি এই প্রকল্পও। মোদী জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাবড় নেতা মন্ত্রীরা দুর্নীতির সঙ্গে জড়িত।

তিনি বলেন, এখন কংগ্রেস মানেই অপশাসনের প্রতীক। দুর্নীতির প্রতীক।চারদিক থেকে শুধু আজ একটাই ডাক বদলাবো বদলাবো, কংগ্রেস সরকারকে বদলাবো। গত চারবছরের অভিজ্ঞতা বলছে কংগ্রেস হল দুর্নীতির প্রতীক।