শুভেচ্ছায় ভাসছেন মহারাজ, এবার বঞ্চিতদের করাবেন পড়াশোনা! বিশেষ দিনে বিরাট ঘোষণা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের সর্বকালের অন্য়তম সেরা অধিনায়ক তিনি। অস্থির সময়ের মধ্যে দিয়ে যাওয়া ভারতীয় ক্রিকেটে রেনেশাঁ আনা সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিন আজ। প্রাক্তন বিসিসিআই সভাপতি (BCCI President) ৫১ বছরে পা দিলেন। আবেগের মসনদে অধিষ্ঠিত মহারাজ নিজেকে এমনই উচ্চতায় নিয়ে গিয়েছেন যে, বিশেষ দিনে শুভেচ্ছা বন্যায় ভেসে যাচ্ছেন সৌরভ। ব্র্যান্ড বাঙালির দুর্ধর্ষ দাদাগিরি বিশ্বের দরবারে দেখিয়েছেন ‘অফ-সাইডের গড’। এই প্রতিবেদনে রইল সৌরভকে শুভেচ্ছা জানিয়ে কে কী লিখলেন। সৌরভ জন্মদিনের প্রাক্কালেই রহস্যময় পোস্ট করে বিশেষ ঘোষণা করে দিয়েছেন। যা কেন্দ্র করে সাসপেন্সের ঝড় উঠে গিয়েছিল অনুরাগীদের মনে। বিশেষ দিনে সৌরভ এবার বিরাট ঘোষণা করে দিলেন। 

আরও পড়ুন: Sourav Ganguly 51th Birthday: ৫১তম জন্মদিনের আগে রহস্য বাড়ালেন মহারাজ! কিন্তু কীভাবে?

সৌরভ এদিন ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন যে, এবার তাঁকে দেখা যাবে নতুন ভূমিকায়। সৌরভ আনছেন নতুন অ্যাপ। তিনি লিখেছেন, ‘১৬ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। আমার ৫১ তম জন্মদিনে, আমি যা শিখেছি, সে শিক্ষা এবার আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আমি সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস অ্যাপের ঘোষণা করছি। নেতৃত্বের উপর আমার প্রথম অনলাইন কোর্স। টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য় ক্লাসপাস ও তাঁদের টিমকে ধন্যবাদ জানাই। এত অল্প সময়ের মধ্যে তারা এই অ্যাপ বানিয়েছে। ওরা আমার পরিবারের মতো। ক্লাসপাস এবং আমি এই অ্যাপের মাধ্যমে যে অর্থ উপার্জন করব তা অবহেলিতদের শিক্ষাদানের জন্য ব্যবহার করব।’ সৌরভ নিজের জন্মদিনেই দিলেন বিশেষ উপহার। বুঝিয়ে দিলেন যে, এভাবেই ফিরিয়ে দিতে হয়। সৌরভের এই উদ্যেগে নিঃসন্দেহে বহু পড়ুয়া যে উপকৃত হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। সৌরভ ক্রিকেট ছাড়ার পর শুধু প্রশাসনিক ভূমিকাতেই উত্তীর্ণ হননি। বিভিন্ন জনকল্য়াণমূলক কাজের সঙ্গে নিজেকে জডিয়েছেন।

আরও পড়ুন: MS Dhoni’s 42nd birthday: ধোনির জন্মদিনে উচ্চতম কাট-আউট! হায়দরাবাদ ভাসল অনুরাগীদের উন্মাদনায়

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)