Heavy Rainfall during PM’s roadshow: মুষলধারায় বৃষ্টি, তার মধ্য়েই প্রধানমন্ত্রীকে দেখার জন্য় অপেক্ষা, মোদীময় গোরক্ষপুর

একেবারে অঝোর ধারায় বৃষ্টি। তার মধ্য়েই রাস্তার ধারে অধীর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ। লক্ষ্যে একটাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় ওই রাস্তা দিয়েই যাওয়ার কথা। শুক্রবার উত্তরপ্রদেশের গোরক্ষপুরে সেই ছবিই দেখা গেল। বাসিন্দারা অধীর আগ্রহে অপেক্ষা করলেন মোদীকে একবার দেখার জন্য। সেই প্রচন্ড বৃষ্টির মধ্যে গোরক্ষপুরের রাস্তায় মোদীর কনভয়। সেই কনভয় দেখেই প্রচন্ড বৃষ্টির মধ্য়ে উল্লাসে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা।

সেই সংক্রান্ত একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে প্রচন্ড বৃষ্টির মধ্য়ে মঞ্চে উঠে নাচছেন বিজেপি কর্মীরা।

এদিকে গোরক্ষপুর- থেকে লখনউগামী বন্দে ভারত এক্সপ্রেস চালু ছেড়ে যাওয়ার ঠিক আগেও প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সেই সময় ১ নম্বর প্লাটফর্ম ছেড়ে যাচ্ছিল ট্রেনটি। আর তখনও একেবারে ঝমঝম করে বৃষ্টি।

এদিকে সেই উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য রাস্তায় ধারে, রেললাইনের পাশে, ফ্লাই ওভারে, বাড়ির বারান্দায় বাসিন্দারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। প্রচন্ড বৃষ্টির জেরে ভিজে যান বাসিন্দারা। কিন্তু তারপরেও তারা কেউ এলাকা ছেড়ে যাননি। বৃষ্টিতে ভিজেও তাঁরা সেই অনুষ্ঠান দেখার চেষ্টা করেন। উৎসাহ এতটাই।

উত্তর প্রদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একেবারে ঠাসা কর্মসূচি। প্রধানমন্ত্রী একাধিক অনুষ্ঠানে অংশ নেন। দুটি বন্দে ভারত ট্রেনের সূচনা করেন তিনি। সব মিলিয়ে ২৯টি উন্নয়ন প্রকল্পের সূচনা করেন তিনি। সব মিলিয়ে প্রায় ১২,১০০ কোটি টাকা প্রকল্পের সূচনা করেছেন তিনি।

অন্যদিকে মোদীর নিজের সংসদ এলাকা হল বারাণসী। সেখানেও যান তিনি। সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে তিনি টিফিন মিটিংয়ে অংশ নেন। সামনেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন। সেক্ষেত্রে আগামী দিনে কীভাবে দলকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করা হবে তা নিয়ে মতামত দেন তিনি।

গোরক্ষপুরে গীতা প্রেসের অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তিনি গীতা প্রেসের নানা দিক সম্পর্কে আলোকপাত করেন। মোদী বলেন, গীতা প্রেস হল বিশ্বের একমাত্র ছাপাখানা যেটা শুধু কোনও সংস্থা নয়, এটা হল একটা বিশ্বাস। এটা কোটি মানুষের কাছে একটা মন্দির। প্রধানমন্ত্রী বলেন, গীতা প্রেস ১০০ বছর পার করেছে। আমাদের সরকার গান্ধী শান্তি পুরষ্কার দিয়েছে গীতা প্রেসকে। গান্ধীজিরও এই গীতাপ্রেসের প্রতি আবেগ ছিল। তিনি কল্য়াণ পত্রিকার মাধ্য়মে এই গীতা প্রেসের কথা তুলে ধরেছিলেন। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে গীতা প্রেসের ভূমিকার কথা তিনি উল্লেখ করেন।