এডিস মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটির অভিযানে অর্ধ লাখ টাকা জরিমানা

এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ৩টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৭টি মামলায় ৪৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।

রবিবার (৯ জুলাই) দক্ষিণ সিটি করপোরেশনে ৩ দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান পরিচালনা শুরু হয়েছে। তারই অংশ হিসেবে আদর্শ পাড়া, মাদারটেক, আগাসাদেক রোড ও ধলপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়া ও মাদারটেক এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ১টি স্থাপনায় লার্ভা পাওয়ায় ১ মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের আদালত ২৩ নম্বর ওয়ার্ডের আগাসাদেক রোডে ২৩টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৪৯ নম্বর ওয়ার্ডের ধলপুর এলাকায় ৩১টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানে সর্বমোট ৯৯টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৭টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৭ মামলায় সর্বমোট ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।