Bouncers to Protect Tomato: দোকানে টমাটো পাহারায় এবার ‘বাউন্সার’ নিয়োগ বিক্রেতার! দামের রকেট গতির পরই সিদ্ধান্ত

টমাটোতে হাত দিলেি ছ্যাঁকা! এমনিতেই চড়া বাজারদর, তার মধ্যে একা টমাটোই দামের দিক থেকে বাজার কাঁপাচ্ছে। হু হু করে বেড়ে গিয়েছে টমাটোর দাম। এদিকে, এই টমাটো যাতে একটিও নষ্ট না হয়, আর তাতে যেন কোন চৌর্যবৃত্তি নিয়ে কেউ না ছুঁতে পারেন, তার জন্য উত্তর প্রদেশের এক সবজি বিক্রেতা পাহারায় মোতায়েন করলেন দুই ‘বাউন্সার’কে।

সাধারণত শক্তিশালী রক্ষী হিসাবে ক্লাব, ডিস্কো, পাব, ক্যাসিনো, ক্যাবারে ক্লাবের সামনে বাউন্সারদের মোতায়েন থাকতে দেখা যায়। এবার টমাটো পাহারাতেও বাউন্সার। এই ঘটনা অজয় ফৌজিকে ঘিরে। তিনি উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা। তাঁর দোকানে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দুইজন বাউন্সারকে মোতায়েন করা হয়েছে টমাটো পাহারা দিতে। পেশায় সবজি বিক্রয় ছাড়াও অজয় রাজনৈতিকভাবে সমাজবাদী পার্টির সঙ্গে জড়িত। সদ্য অখিলেশ যাদবের জন্মদিনে তিনি টমাটো আকারের কেকও কাটেন। টমাটোর দাম তাঁকে বেশ বিচলিত রেখেছে বলেও জানান অজয়। অজয় ফৌজি বলছেন, ‘ আমি কয়েক দিন ধরেই টমাটো নিয়ে মানুষে মানুষে ঝগড়া দেখছি। এদিকে, আমার দোকানেও এই নিয়ে তর্কাতর্কি কম হয়নি। এই ঝগড়া একেবারে বন্ধ করতে চেয়ে আমি আমার দোকানে দুটি বাউন্সার রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ রোজ টমাটোর দর নিয়ে তাঁর দোকানে যে ঝগড়াঝাঁটি হত, তা থেকে মুক্তি পেতেই শেষে বাউন্সার নিয়ে এসে টমাটো রক্ষা করছেন এই বিক্রেতা।

( Lucky Zodiacs from 16 July on Sun Transit: টাকাকড়ির প্রবল লাভে ফুলে ফেঁপে উঠবে পকেট! এই শুভ যোগে মেষ সমেত বহু রাশি লাকি)

( Fraud in Reliance Jio Job: ভুয়ো নিয়োগপত্র দিয়ে রিলায়েন্সে চাকরির নামে ৩ লাখ টাকা লোপাট! শিকার ৩৩, বেপাত্তা প্রতারক)

( ‘ওঁরা চান স্ত্রী হোক সেক্রেটারি , ফিনান্স ম্যানেজার, সব যুক্তি খাটে অফিসে, বাড়িতে নয়’, বক্তা নারায়ণ মূর্তির স্ত্রী সুধা)

উল্লেখ্য, অজয় ফৌজির দোকানে টমাটোর দাম ১৪০ থেকে ১৬০ টাকা প্রতি কিলো। তবে এই বেড়ে চলা বাজারদরের মধ্যে আবার সবজি সামলাতে আলাদা বাউন্সার রাখার খরচ নিয়ে প্রশ্ন করা হয় অজয়কে। তিনি বলেন, ‘কেউ বাউন্সারদের বিনামূল্যে দেবে না।’ অজয় বলছেন, তাঁর দোকানে এই বাউন্সার আসার পরও একই সংখ্যক ক্রেতা আসছেন। তবে তাঁরা আগের থেকে কম আগ্রাসী। এর আগে সমাজবাজী পার্টি নেতা অখিলেশও বলেন যে, ‘বিজেপির উচিত টমাটোকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া।’