CV Anand Bose: মুক্ত বাতাসে শ্বাস নিতে দিল্লি যাচ্ছি, বলে বিমানে উঠলেন রাজ্যপাল

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম হিংসা ও রক্তপাতের পরদিনই দিল্লি যাত্রা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোটগ্রহণের পরদিনই রাজ্যপালের দিল্লি যাত্রা নিয়ে নানা মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তবে কি রাজ্যে ৩৬৫ ধারা জারির সুপারিশ করতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস? উঠতে শুরু করেছে সেই প্রশ্নও। এরই মধ্যে রবিবার সন্ধ্যায় দিল্লির বিমানে ওঠার আগে রাজ্যপাল সাংবাদিকদের যা বললেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। এদিন রাজ্যপাল বলেন, একটু মুক্ত বাতাসে শ্বাস নিতে আমি দিল্লি যাচ্ছি।

রবিবার বিকেলে জানা যায় আজই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। সন্ধ্যায় রাজভবন থেকে বিমানবন্দরে পৌঁছয় রাজ্যপালের কনভয়। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। তাঁদের সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন রাজ্যপাল। মুখে ছিল স্মিত হাসি। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, আপনি কি রাজ্যে ৩৬৫ ধারা জারির সুপারিশ করতে দিল্লি যাচ্ছেন? জবাবে রাজ্যপাল বলেন, আমি একটু মুক্ত বাতাসে শ্বাস নিতে দিল্লি যাচ্ছি।

রাজ্যপালের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। পঞ্চায়েত নির্বাচনের অছিলায় পশ্চিমবঙ্গ যে ভাবে বধ্যভূমে পরিণত হয়ে উঠেছে তাতে দম বন্ধ হয়ে আসছে সুশীল সমাজের বহু সদস্যেরই। তার ওপর রাজ্য নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থার নিষ্ক্রিয়তায় আরও হতাশ তারা। এই পরিস্থিতিতে রাজ্যপালের মন্তব্য সুশীল সমাজের একাংশের মনের কথা বলে দাবি তাঁদের।

সূত্রের খবর, সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন রাজ্যপাল। সাক্ষাৎ হলে শাহকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেবেন তিনি।