Brett Lee: ৯ বছর বয়সেই মা-বাবাকে জানিয়েছিলাম আমি দেশের জার্সিতে খেলব: ব্রেট লি

<p style="text-align: justify;"><strong>সিডনি:</strong> অস্ট্রেলিয়া ক্রিকেটে কিংবদন্তি পেস ব্যাটারি হিসেবে মানা হয় তাঁকে। নিজের সময় বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের কাছে ত্রাস ছিলেন তিনি। সেই ব্রেট লি শোনালেন তাঁর জীবনের এক অজানা গল্প। মাত্র ৯ বছর বয়সেই নাকি নিজের মাকে জানিয়েছিলেন যে তিনি অস্ট্রেলিয়ার জার্সিতে খেলতে চেয়েছিলেন। এক সাক্ষাৎকারে সম্প্রতি এমনটাই জানিয়েছেন।&nbsp;</p>
<p style="text-align: justify;">নিজের কেরিয়ারে বেশ সুনাম কুড়িয়েছেন লি। ২০০৩ ওয়ান ডে বিশ্বকাপ, ২০০৭ ওয়ান ডে বিশ্বকাপ, ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন অস্ট্রেলিয়ার জার্সিতে, এরপর ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন। এক সাক্ষাৎকারে লি বলেছেন, ”৯ বছর বয়সে আমি আমার মা বাবাকে বলেছিলাম যে আমি অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চাই।&nbsp; আমি ব্যাগি গ্রিন জার্সি পরতে চেয়েছিলাম। এছাড়া ১৬০ কিলোমিটার গতিতে বল করতে চেয়েছিলাম আমি। আমি অনেক ছোট থেকেই দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। তবে আমার চলার পথে অনেক চড়াই উৎরাই কাটাতে হয়েছে।”</p>