‘My Batting Idol’: Sachin Tendulkar’s Birthday Post For Sunil Gavaskar Wins Hearts Get To Know About It

মুম্বই: ভারতীয় ক্রিকেটের ২ কিংবদন্তি। একজন লিটল মাস্টার ও একজন মাস্টার ব্লাস্টার। প্রজন্মের পর প্রজন্ম এই ২ ক্রিকেটারকে দেখেই অনুপ্রাণিত হয়ে এসেছে। আজ সুনীল গাওস্করের (Sunil Gavaskar) জন্মদিন (Happy Birthday)। ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটারকে শুভেচ্ছা জানালেন  ওপেনারকে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ছোটবেলায় গাওস্করের ব্যাটিং দেখেই ক্রিকেট খেলার প্রতি আগ্রহ জন্মেছিল ছোট্ট সচিনের। পূর্বসূরিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েও যা উল্লেখ করলেন সচিন। নিজের সোশ্যাল মিডিয়ায় গাওস্করের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সচিন লিখেছেন, ”শুভ জন্মদিন আমার ব্যাটিং আইডলকে। ছোটবেলায় বেড়ে ওঠার পথে আমরা সবাই যাঁর ব্যাটিং দেখে ব্যাটিং করতে চাইতাম। শুভ জন্মদিন গাওস্কর স্যার।”

 


আজ ৭৪ বছর পূর্ণ করলেন সুনীল গাওস্কর। ১৯৭১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সুনীল গাওস্করের। ১৯৮৭ সালে ২২ গজকে বিদায় জানান লিটল মাস্টার। টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন সুনীল গাওস্কর। লাল বলের ক্রিকেটে ঝুলিতে রয়েছে তাঁর ৩৪ টি সেঞ্চুরি।

আশির দশকে বিশ্বের সেরা দল মনে করা হত ওয়েস্ট ইন্ডিজকে। সেই যুযুধান প্রতিপক্ষের বিরুদ্ধেই গাওস্করের এহেন রেকর্ড (Sunil Gavaskar Record). তাঁর ব্যাটিং দক্ষতার পরিচয়বাহক। পাশাপাশি এই রেকর্ড এটাও প্রমাণ করে যে মুম্বইয়ে জন্মগ্রহণ করা ব্যাটার স্পিনের পাশাপাশি ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে খেলতেও সমান দক্ষ ছিলেন। ৫ ফুট ৫-র গাওস্কর নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ২৩৩টি ম্যাচ খেলে ১৩,২১৪ আন্তর্জাতিক রান করেছেন। শতরান হাঁকিয়েছেন ৩৪টি। এই কিংবদন্তির জন্মদিনে তাঁর রেকর্ডগুলি দেখে নেওয়া যাক।

১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের অভিষেক টেস্ট সিরিজে ৭৭৪ রান করেছিলেন গাওস্কর। কোনও ব্যাটার অভিষেক টেস্ট সিরিজে এটাই সর্বকালের সর্বাধিক রান।

২৭টি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩টি শতরান হাঁকিয়েছেন গাওস্কর। কোনও নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে এটি টেস্ট ক্রিকেটে কোনও ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ।

প্রথম ব্যাটার হিসাবে গাওস্কর টেস্টের দুই ইনিংসেই তিন তিনবার শতরান হাঁকিয়েছেন।

ওপেনিংয়ে গাওস্করের করা ৯৬০৭ রান ভারতীয় হিসাবে সর্বকালের সর্বোচ্চ। এমনকী তিনিই ভারতের হয়ে ওপেনিংয়ে সর্বাধিক, ৭৫বার ৫০ রানের গণ্ডি পার করেছেন।

ব্যাটার গাওস্করের কৃতিত্ব সম্পর্কে সকলেই অবগত। তবে ফিল্ডার হিসাবেও তিনি দুর্দান্ত ছিলেন। গাওস্করের দখলে ১০৮টি টেস্ট ক্যাচ নেওয়ার কৃতিত্ব রয়েছে। তিনিই প্রথম ভারতীয় হিসাবে লাল বলের ক্রিকেটে শতাধিক ক্যাচ ধরেছেন।