Article 370 abrogation case in SC: ৩৭০ ধারা রদ নিয়ে সুপ্রিম কোর্টে রোজ হবে শুনানি, শুরু চতুর্থ বর্ষপূর্তির ঠিক আগেই

পাক্কা ২৫ দিন পরেই চতু্র্থ বর্ষপূর্তি হবে। আর সেই চতুর্থ বর্ষপূর্তির ঠিক আগে থেকে সংবিধানের ৩৭০ ধারা রদ নিয়ে রোজ শুনানি শুরু হতে চলেছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, আগামী ২ অগস্ট থেকে সংবিধানের ৩৭০ ধারা রদ নিয়ে যে যে মামলা দায়ের হয়েছে, সেগুলি নিয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে (ভারতের প্রধান বিচারপতির ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে আছে বিচারপতি সঞ্জয় কিষান কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, সঞ্জীব বিআর গাভাই এবং বিচারপতি সূর্য কন্ত) দৈনন্দিন শুনানি শুরু হবে। শুধুমাত্র প্রতি সপ্তাহের সোমবার এবং শুক্রবার শুনানি হবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

(বিস্তারিত পরে আসছে)