IND Vs WI: Ajinkya Rahane Claims He Is Young And Still Has A Lot Of Cricket Left In Him

ডমিনিকা: প্রায় ১৮ মাস জাতীয় দলের বাইরে ছিলেন। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, নিজের প্রত্যাবর্তন ম্যাচেই ব্যাট হাতে নজর কাড়েন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে (IND vs WI) তাঁকে ফের একবার ভারতীয় দলের (Indian Cricket Team) সহঅধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। রাহানে কিন্তু সহঅধিনায়কের দায়িত্ব পেয়ে অত্যাধিক উচ্ছ্বাসে ভাসতে নারাজ। 

তিনি দায়িত্ব নিতে অভ্যস্ত বলেই স্পষ্ট জানিয়ে দিয়ে রাহানে দাবি করেন তাঁর মধ্যে এখনও অনেক ক্রিকেট অবশিষ্ট রয়েছে। তিনি বলেন, ‘আমি এই ভূমিকায় অভ্যস্ত। আমি তো চার-পাঁচ বছর সহঅধিনায়কের দায়িত্ব পালন করেছি। দলে প্রত্যাবর্তন ঘটাতে পেরে এবং সহঅধিনায়কের দায়িত্ব পেয়ে আমি খুবই খুশি। আমার বয়স এখনও কম এবং আমার মধ্যে এখনও অনেক ক্রিকেট অবশিষ্ট রয়েছে। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে ভালই খেলেছি। নিজের খেলাটা উপভোগ করছি। ভবিষ্যতে কী হবে, তা নিয়ে এখন ভাবতে চাই না। আমার এবং দলের উভয়ের পরিপ্রেক্ষিতেই এখন থেকে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। আমি সেই দিকেই নজর রাখছি।’

আইপিএলে সিএসকের হয়ে খেলাটাই তাঁকে স্বাধীনভাবে খেলার আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে দাবি করেন রাহানে। তবে অধিনায়ক রোহিত শর্মা তাঁকে যে দায়িত্ব দিন না কেন, তা পালনে বদ্ধপরিকর রাহানে। ‘আমাকে (আইপিএলে) নির্দিষ্ট ভূমিকা দেওয়া হয়েছিল। আগে আমি ইনিংস সঞ্চালনা করতাম। তবে সিএসকে আমাকে আমার স্বাভাবিক খেলাটা খেলার স্বাধীনতা দেয়। আমি সবসময় প্রচুর স্ট্রোক খেলে রান করার চেষ্টায় থাকি। তবে এখানে রোহিত আমাকে যে দায়িত্বই দিন না কেন, তা মাথা পেতে নেব। ওঁর অধীনে খেলাটা আমি উপভোগ করি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই রোহিতের অধীনে প্রথমবার খেলেছি। ও সকলের পাশে থাকে এবং তাদের নিজেদের খেলাটা খেলতে উদ্বুদ্ধ করেন। এটাই তো একজন ভাল অধিনায়কের পরিচয়।’

১২ তারিখ থেকে ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত। ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য সাম্প্রতিক সময়টা তেমন যাচ্ছে না। তাঁরা বিশ্বকাপে খেলার যোগ্যতাঅর্জন করতে পারেনি। তবে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছে ভারতীয় দল, রাহানের কথাতেই তা স্পষ্ট। ‘আমরা ভালভাবেই প্রস্তুতি সেরেছি। আমরা একটা ভাল অনুশীলন ম্যাচ খেলেছি। দল হিসাবে ওয়েস্ট ইন্ডিজকে সমীহ করি আমরা। ওরা তো টেস্টে ঘরের মাঠে ভালই খেলে। তবে আমরা নিজেদের পরিকল্পনার ওপর আস্থা রাখছি এবং সেরাটা দিতে মুখিয়ে রয়েছি।’ বলেন রাহানে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?