Imran Khan: ফের বিপাকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে এবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। প্রাক্তন পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধেও এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পাক নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে খবর। মিন্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বার বার সতর্ক করা সত্ত্বেও তারা দুজনেই কমিশনের কাছে যাননি। তারপরেই এই গ্রেফতারি পরোয়ানা।

এদিকে নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসংসদীয় ভাষা প্রয়োগের জেরে গত বছরই প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ও দুজন প্রাক্তন পার্টি লিডারের বিরুদ্ধে ইসি হাজিরার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই সময় আসাদ উমরের আইনজীবী জানিয়েছিলেন, তাঁর মক্কেলের অন্য মামলায় হাজিরার ব্য়াপার রয়েছে। মেডিক্যাল কারণে তিনি হাজিরা দিতে পারছেন না। এর জেরে তিনি হাজিরা হতে পারেননি। তবে এবার দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।

গত বছর এপ্রিল মাসে সরিয়ে দেওয়া হয়েছিল ইমরান খানকে। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে নানা ধরনের মামলা। এবার কড়া পরোয়ানা জারি করলেন কমিশন।

গত ৯ মে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ইমরান খানকে। এরপর গোটা পাকিস্তান জুড়ে তুমুল অশান্তি শুরু হয়ে যায়। একের পর এক জায়গায় অগ্নিসংযোগ শুরু হয়ে গিয়েছিল। তুমুল বিক্ষোভ দেখাচ্ছিলেন ইমরান অনুগামীরা। তাদের সেই ক্ষোভ সামাল দিতে হিমসিম খায় পাক সেনা। তারপরেও সম্প্রতি পাক প্রতিরক্ষামন্ত্রী কার্যত ইঙ্গিত দিয়েছিলেন ইমরানের দলকে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে।

পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ সম্প্রতি জানিয়েছিলেন, পিটিআইকে ব্যান করার বিষয়টি এখনও বিবেচনাধীন। সংবাদমাধ্যমকে তিনি এমনটাই জানিয়েছিলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, পিটিআই দেশের ভিত্তির উপর আক্রমণ করেছে। এটা আগে কোনওদিন হয়নি। এটা সহ্য করা যায় না।

এদিকে এর আগে এক পাক মন্ত্রী দাবি করেছিলেন ইমরানের বাড়িতে জঙ্গিরা আশ্রয় নিয়েছে। অন্তত ৩০-৪০জন জঙ্গি লাহোরে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়িতে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠেছিল। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর। এদিকে পাকিস্তানের অন্তর্বর্তী পঞ্জাব সরকার তেহরিক ই ইনসাফের নেতা ইমরান খানকে এজন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। পুলিশের হাতে যাতে এই জঙ্গিদের তুলে দেওয়া যায় সেকারণে এই ডেডলাইন। লাহোরের জামান পার্কের বাড়িতে ওই জঙ্গিরা আশ্রয় নিয়েছে বলে দাবি করা হয়েছিল।