Wimbledon 2023 Mens Doubles Rohan Bopanna Matthew Ebden Enters Quarter Defeating David Pel Reese Stalder

লন্ডন: ভারতের রোহন বোপান্না (Rohan Bopanna) ও অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন (Matthew Ebden) জুটি পৌঁছে গেল উইম্বলডনে পুরুষ ডাবলসের কোয়ার্টার ফাইনালে। ষষ্ঠ বাছাই ইন্দো-অস্ট্রেলীয় জুটি হারাল রিজ় স্ট্যালডার ও ডেভিড পেলকে। ম্যাচের ফল বোপান্না-এবডেনের পক্ষে ৭-৫, ৪-৬, ৭-৬ (১০-৫)। প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচ চলল ২ ঘণ্টা ১৯ মিনিট।

শেষ আটের ম্যাচে বোপান্না-এবডেনের সামনে নেদারল্যান্ডসের টালো গ্রিকস্পুর ও বার্ট স্টিভেন্স।

 

উইম্বলডনে মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন এলিনা সুইটোলিনা (Elina Svitolina)। তাও ফেভারিট ইগা শিয়নটেককে (Iga Swiatek) হারিয়ে। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সদ্য কোর্টে ফিরেছেন সুইটোলিনা। উইম্বলডনে বড়সড় অঘটন ঘটিয়ে দিলেন ৭৬তম বাছাই ইউক্রেনের তারকা। বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইগা শিয়নটেককে হারিয়ে তিনি সকলকে চমকে দিয়েছেন। কোর্টে ফেরার তিন মাসের মধ্যে উইম্বলডন খেলতে নেমে পরেছিলেন তিনি। তবে শিয়নটেককে যে তিন সেটের লড়াই হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন সুইটোলিনা, নিজেরই যেন বিশ্বাস হচ্ছে না। প্রসঙ্গত প্রথম রাউন্ডে পাঁচ বারের উইম্বলডন চ্যাম্পিয়ন ভিনাস উইলিয়ামসকেও হারিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র ওপেন এবং ফরাসি ওপেন চ্যাম্পিয়ন শিয়নটেকের বিরুদ্ধে লড়াই সহজ ছিল না সুইটোলিনার। তিন সেটের টানটান লড়াইয়ের পর ইউক্রেনের সুইটোলিনার কাছে শিয়নটেক হারলেন ৫-৭, ৭-৬ (৭-৫), ২-৬ সেটে। ইউক্রেনের তারকা আবার ২০১৯ উইম্বলডনে প্রাক্তন সেমিফাইনালিস্ট। সেমিফাইনালে সুইটোলিনা মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভনড্রোসোভার।

অবাছাই সুইটোলিনার বিরুদ্ধে প্রথম সেটের শুরুটা ভালো করেছিলেন শীর্ষ বাছাই শিয়নটেক। প্রথম গেমেই সুইটোলিনার সার্ভিস ভেঙে দেন। তবে সেই চাপ ধরে রাখতে পারেননি শিয়নটেক। বরং পাল্টা আক্রমণের পথে হাঁটেন সুইটোলিনা। চতুর্থ গেমে শিয়নটেকের সার্ভিস ভেঙে ২-২ করেন তিনি। তবে খেলার ফল যখন ৫-৪, তখন সুইটোলিনা ফের সার্ভিন ভাঙেন শিয়নটেকের। খেলার মোড় ঘুরিয়ে আরও একবার শিয়নটেকের সার্ভিস ভেঙে প্রথম সেট ছিনিয়ে নেন অবাছাই সুইটোলিনা। 

মঙ্গলবার মহিলা সিঙ্গলসের অপর কোয়ার্টার ফাইনালে হারতে হয়েছে চতুর্থ বাছাই জেসিকা পেগুলাকে। তিন সেটের লড়াইয়ে তাঁকে হারান মার্কেটা ভনড্রোসোভা। তিন সেটের লড়াইয়ে খেলার ফল ভনড্রোসোভার পক্ষে ৪-৬, ৬-২, ৪-৬। শেষ চারের লড়াইয়ে ভনড্রোসোভার মুখোমুখি হবেন সুইটোলিনা।    

আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন       

https://t.me/abpanandaofficial