Militant Attack: বালুচিস্তানে আর্মি চেকপোস্টে জঙ্গি হানা, চার পাক সেনার মৃত্যু, নিকেশ তিন সন্ত্রাসবাদী: Report

উত্তর বালুচিস্তানে জঙ্গি হানা। বালুচিস্তানের পাক আর্মি বেস এলাকায় হামলা চালায় জঙ্গিরা। একেবারে মারণ অস্ত্রে সজ্জিত ছিল জঙ্গিরা। চারজন পাক সেনা মারা গিয়েছেন বলে খবর। পাঁচজন আহত হয়েছেন। সংবাদমাধ্য়ম ডন সূত্রে খবর। পাকিস্তান ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস জানিয়েছে, জঙ্গিরা প্রথমে অতর্কিতে হামলা চালায়। এরপর পাকিস্তানি সেনারা পালটা প্রতিরোধ গড়ে তোলে বলে দাবি করা হচ্ছে। বুধবার ১২ জুলাইয়ের ঘটনা। এক পাক সাংবাদিক দাবি করেছেন আফগানিস্তানে ন্যাটোর সেনারা যে অস্ত্র ফেলে গিয়েছিল সেগুলিই এই হামলায় ব্যবহার করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে দুই পাক সেনার মৃত্যু হয়েছে। 

মারাত্মক গুলির লড়াই চলে। তবে দাবি করা হচ্ছে তিনজন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। এদিকে ডনের খবর অনুসারে জানা গিয়েছে, প্রশাসন জানিয়েছে, একজন মহিলা এই গুলির লড়াইয়ের মাঝে পড়ে যান। তিনি মারা গিয়েছেন। অপর পাঁচজন আহত হয়েছেন। এদিকে সেই সময় একটি যাত্রীবাহী বাসও আসছিল। সেই বাসটিও গুলি লড়াইয়ের মধ্য়ে আর একটু হলেই পড়ে যেত।

 

এদিকে তেহরিক ই জেহাদ নামে একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। তবে এই সংগঠন তুলনায় স্বল্প পরিচিত। তারা ঘটনার দায় স্বীকার করে বিবৃতি জারি করেছে। তারা জানিয়েছে তাদের যে যোদ্ধারা এই লড়াইতে অংশ নিয়েছিল তাদের ছবি তারা প্রকাশ করবে।