Wimbledon 2023: Rohan Bopanna And Matthew Ebden Beat Tallon Griekspoor And Bart Stevens To Enter The Semifinal

লন্ডন: উইম্বলডনে (Wimbledon 2023) তরতরিয়ে ছুটছে রোহন বোপান্না-ম্যাথু এবডেনের (Rohan Bopanna and Matthew Ebden) জয়রথ। পুরুষ ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন তাঁরা। তাও কোয়ার্টার ফাইনালের ম্যাচে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন।

বুধবার কোয়ার্টার ফাইনালে বোপান্না-এবডেনের সামনে নেদারল্যান্ডসের টালো গ্রিকস্পুর ও বার্ট স্টিভেন্স জুটি ছিল। প্রথম সেট গড়িয়েছিল টাইব্রেকারে। ৭-৬ (৭-৩) ব্যবধানে প্রথম সেট জিতে নেন গ্রিকস্পুর-স্টিভেন্স। সেখান থেকেই পাল্টা লড়াই শুরু করেন বোপান্না ও এবডেন। ৭-৫, ৬-২ ব্যবধানে পরের দুই সেট জিতে নেন ষষ্ঠ বাছাই ইন্দো-অস্ট্রেলীয় জুটি।

সেমিফাইনালে বৃহস্পতিবারই ফের কোর্টে নামতে হবে বোপান্নাদের। তাঁদের সামনে ওয়েসলি কুলহফ ও নীল স্কুপস্কি।

এদিকে উইম্বলডনে তিক্ত অভিজ্ঞতা হয়েছে বলে দাবি ভিক্টোরিয়া আজারেঙ্কার। যিনি বেলারুশের তারকা। সেই বেলারুশ, যারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্য় করেছে বলে খবর। কোর্টে খেলার সময় বার বার গ্যালারির বিদ্রুপের শিকার হতে হচ্ছে সে দেশের টেনিস তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কাকে (Victoria Azarenka)। যা নিয়ে হতাশা ব্যক্ত করলেন তিনি। প্রশ্ন তুললেন, তিনি যুদ্ধ না করেও বক্রোক্তির শিকার হচ্ছেন কেন?

রবিবার উইম্বলডনে (Wimbledon) মহিলাদের চতুর্থ রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং ইউক্রেনের এলিনা সুইতোলিনা। সেই ম্যাচের পরেই দর্শকদের আচরণ নিয়ে দু’রকম মত প্রকাশ করেছেন দুই খেলোয়াড়।

তিন সেটে আজারেঙ্কার পরাজয়ের পর দর্শকেরা বিদ্রূপ করতে থাকেন। হতাশায় বিরক্তি প্রকাশ করেন বেলারুশের খেলোয়াড়। ম্যাচের পর দর্শকদের উদ্দেশে তোপ দেগেছেন তিনি। এমনকী, এও অভিযোগ করেছেন যে, মত্ত অবস্থায় খেলা দেখতে এসেছিলেন তাঁরা। আজারেঙ্কা বলেছেন, ‘গত ১৮-১৯ মাস ধরে আমি এরকম ব্যবহার পেয়েই চলেছি। কিন্তু আমি তো কোনও ভুল করিনি। আমি তো যুদ্ধ করিনি। তবু এরকম আচরণ করা হয়। দর্শকদের নিয়ে নতুন করে আর কী বলব। একটা ভাল টেনিস ম্যাচ হল। যদি হাত মেলানো নিয়ে দর্শকদের মধ্যে ক্ষোভ থেকে থাকে তা হলে কিছু বলার নেই। আমার মনে হয় অনেকেই মত্ত অবস্থায় খেলা দেখতে এসেছিলেন। ভীষণই লজ্জার ব্যাপার।’

আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন       

https://t.me/abpanandaofficial