Murder: বিজেপি বিধায়কের বিরুদ্ধে খুনের অভিযোগ, ওই রাজ্যে তদন্তে নামল পুলিশ

সন্দীপ ভাস্কর

বিহারের স্থানীয় এক নেতাকে খুনের অভিযোগ উঠেছে বিহারের এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে।  বিহারের পূর্ব চম্পারন এলাকায় ওই স্থানীয় নেতার দেহ উদ্ধার করা হয়েছিল। স্থানীয় একটি পুকুর থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। এরপর  বিজেপি বিধায়ক শ্যামবাবু প্রসাদ যাদবের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। তবে ওই বিজেপি বিধায়ক খুনের অভিযোগ অস্বীকার করেছেন। 

পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য জিতু ভগৎকে গত রবিবার থেকে পাওয়া যাচ্ছিল না। এরপর সোমবার স্থানীয় কুড়িয়া গ্রামের কাছে একটি পুকুর থেকে তার দেহ পাওয়া যায়। 

এদিকে পুলিশ সূত্রে খবর, একটি ভিডিয়ো পাওয়া গিয়েছে। যেখানে জিতু ভগৎ বলছেন, এমএলএ তাকে যখন খুশি খুন করে দিতে পারে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

পিপরা থানায় গত ১০ জুলাই ভগতের স্ত্রী সুমন দেবী অভিযোগ জানিয়েছিলেন। এমএলএর সঙ্গে তার স্বামীর কিছু সমস্যা ছিল। এরপরই বিধায়ক তাঁর স্বামীকে নিকেশ করার জন্য ছক কষেছিল। একেবার ঝামেলার বদলা নিতে তার স্বামীকে খুন করার ছক কষা হয়েছিল বলে অভিযোগ।

তবে এই ষড়যন্ত্রের অভিযোগ মানতে চাননি বিধায়ক। হিন্দুস্তান টাইমস ওই বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছিল। তিনি পাটনা থেকে ফোনে জানান, একেবারে রাজনৈতিক কারণে আমার নাম জড়ানো হচ্ছে। জিতু ভগৎ আমার পরিচিত ছিলেন। যতক্ষণ পর্যন্ত তিনি বিজেপি করতেন।  কিন্তু এক বছর ধরে তার সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। এদিকে পূর্ব চম্পারণের পুলিশ সুপার কান্তেশ কুমার মিশ্র জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।