Team India not going to Pakistan, confirms IPL governing council chairman Arun Dhumal

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জি ২৪ ঘণ্টার খবরে সিলমোহর। হাইব্রিড মডেল মেনেই আয়োজিত হবে এবারের এশিয়া কাপ (Asia Cup 2023)। সেই নিয়মে ৪টি ম্যাচ পাকিস্তান (Pakistan) ও প্রতিযোগিতার বাকি ৯ ম্যাচ শ্রীলঙ্কায় (Sri Lanka) আয়োজন করা হবে। ফলে রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিদের (Virat Kohli) প্রতিবেশী দেশে গিয়ে খেলার প্রশ্নই উঠছে না। ডারবানে আইসিসি চিফ একজিকিউটিভদের মিটিংয়ের (ICC Chief Exicutive Meeting) শেষে সেটা জানিয়ে দিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান (IPL Governing Council Chairman) অরুণ ধুমাল (Arun Dhumal)। লাহোর ও ক্যান্ডিকে এশিয়া কাপের জন্য ভেন্যু হিসেবে ভেবে রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council)। সবকিছু ঠিকঠাক থাকলে ১৪ এপ্রিল সূচি ঘোষণা হওয়ার কথা। ৩১ অগাস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। 

অরুণ ধুমাল বর্তমানে দক্ষিণ আফ্রিকার ডারবানে রয়েছেন। সেখানেই আইসিসি-র একটি আলোচনাসভায় জয় শাহের (Jay Shah) সঙ্গে ছিলেন তিনিও। ধুমালই জানান বিসিসিআই-এর (BCCI) সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ বুধবার পিসিবি-র (PCB) অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান জাকা আশরফের (Zaka Ashraf) সঙ্গে কথা বলেই এশিয়া কাপের সূচি নিশ্চত করেছেন। ধুমাল সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “আমাদের সচিব জয় শাহ, পিসিবি-র প্রধান জাকা আশরফের সঙ্গে দেখা করেছেন। তারপরেই এশিয়া কাপের সূচি নিশ্চিত করা হয়েছে। যেমনটা আলোচনা হয়েছিল, সেইমতো লিগ পর্বের চারটি ম্যাচ পাকিস্তানে আয়োজিত হবে। এরপর ভারত বনাম পাকিস্তানের দুইটি ম্য়াচ-সহ মোট নয়টি ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। ভারত ও পাকিস্তান, দুই দল ফাইনালে উঠলে তৃতীয় মেগা ম্যাচটিও শ্রীলঙ্কাতেই আয়োজিত হবে।” 

আরও পড়ুন: IND vs PAK, ICC ODI World Cup 2023: জি ২৪ ঘণ্টার খবরে সিলমোহর, আহমেদাবাদেই ‘মাদার অফ অল ব্যাটল’! ফাইনাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, জানিয়ে দিল আইসিসি

আরও পড়ুন:  Eden Gardens, ICC ODI World Cup 2023: প্রতীক্ষার অবসান, এই দামেই পাবেন ইডেনের টিকিট! জানিয়ে দিল সিএবি

সম্প্রতি পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি জানান পাকিস্তানে ভ্রমণ করবে ভারতীয় দল। পাকিস্তানে হার্দিক পান্ডিয়া-সূর্য কুমার যাদবদের খেলতে যাওয়ার জল্পনা ধূলিসাৎ করে দিয়েছেন ধুমাল। তিনি ফের যোগ করেন, “সাম্প্রতিক একাধিক রিপোর্ট যা দাবি করা হয়েছে, তেমনটা একেবারেই হচ্ছে না। ভারতীয় দল কোনওমতেই পাকিস্তানে খেলতে যাচ্ছে না। এমনকি বিসিসিআই-এর সচিব জয় শাহ-ও পাকিস্তানে যাবেন না। দুই বোর্ড কর্তার মধ্যে শুধু এশিয়া কাপের সূচি নিয়েই আলোচনা হয়েছে। পাকিস্তান এশিয়া কাপের গ্রুপ পর্বের একটি ম্যাচই নিজেদের দেশে খেলবে। নেপালের বিরুদ্ধে সেই ম্যাচে মুখোমুখি হবেন বাবর আজমরা। তাছাড়া শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, আফগানিস্তান বনাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, গ্রুপ পর্বের আরও তিনটি ম্যাচ পাকিস্তানেই খেলা হবে।   

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে আয়োজিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ। এর আগে নিজেদের জালিয়ে নিতে চায় দেশগুলি। এবারের এশিয়া কাপে অংশগ্রহণকারী দেশগুলি হল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল। দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপ থেকে পয়েন্টের বিচারে প্রথম দুইয়ে থাকা দুটি করে দল সুপার ফোর স্টেজে উঠবে। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। সঙ্গে নেপাল। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)