ICC Equal Prize Money: যুগান্তকারী সিদ্ধান্ত! আইসিসি টুর্নামেন্টে পুরুষদের সমান পুরস্কার অর্থ পাবেন মহিলা ক্রিকেটারেরাও

<p><strong>দুবাই:</strong> প্রশ্নটা ছিল দীর্ঘদিনের। কেন পুরুষ ও মহিলা ক্রিকেটারেরা সমান পুরস্কার অর্থ পাবেন না? যেখানে খেলার লিঙ্গ বৈষম্য দূর করা নিয়ে এত কথা বলা হয়।</p>
<p>বৃহস্পতিবার যুগান্তকারী সিদ্ধান্ত নিল আইসিসি (ICC)। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ঘোষণা করেছে যে, আইসিসি ইভেন্টে পুরুষ এবং মহিলা দল এবার থেকে সমান পুরস্কার মূল্য পাবে। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সম্মেলনের সময়ে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, দলগুলিকে তুলনামূলক ইভেন্টে একই ধরনের পজিশনের পাশাপাশি ম্যাচ জয়ের জন্য সমান পুরস্কার মূল্য দেওয়া হবে।</p>
<p>আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, এই পদক্ষেপ ক্রিকেটে প্রত্যেক খেলোয়াড়ের অবদানকে সমান ভাবে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা হিসাবে দেখা হবে। তিনি আরও জানিয়েছেন যে, ২০১৭ সাল থেকেই আইসিসি মহিলাদের ক্রিকেটের ক্ষেত্রে পুরস্কার মূল্য বাড়িয়েছে বেশ কয়েক ধাপে। আর সেটা করার লক্ষ্য একটাই ছিল যে, সেই পুরস্কার মূল্য বাড়িয়ে পুরুষদের সমান করা। অবশেষে সেই জায়গাতেই পৌঁছল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।</p>
<p>বার্কলে বলেছেন, &lsquo;ক্রিকেটের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য মুহূর্ত এবং আমি আনন্দিত যে আইসিসি-র ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতাকারী পুরুষ ও মহিলা ক্রিকেটাররা এখন সমান ভাবে পুরস্কার মূল্য পাবে।&rsquo; তিনি আরও বলেছেন, &lsquo;২০১৭ সাল থেকে আমরা সমান পুরস্কার মূল্য করার জন্য মনোযোগ দিয়েছিলাম। তাই প্রতি বছর মহিলাদের ইভেন্টে পুরস্কারের অর্থ ধাপে ধাপে বাড়িয়েছি এবং এখন থেকে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ জেতা দলও আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ জয়ের সমান পুরস্কার মূল্য পাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও একই নিয়ম বহাল থাকবে।&rsquo;</p>
<p>গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ভারকীয় ক্রিকেট বোর্ড ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসে যে সিদ্ধান্ত নিয়েছিলেন রজার বিনি। ওই টুর্নামেন্টে ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ চলাকালীন ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল যে, ভারতীয় দলে আর কোনও বেতন বৈষম্য থাকবে না। এবার থেকে <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা সমান অঙ্কের বেতন পাবেন। <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a> শর্মাদের সঙ্গে হরমনপ্রীত কৌরদের কোনও ফারাক রাখা হবে না। দেশের জার্সিতে তিন ফর্ম্যাটেই এক ম্যাচ ফি পাবেন পুরুষ ও মহিলা ক্রিকেটারেরা। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তার আগেই এই সিদ্ধান্ত নিয়েছিল।</p>
<p><strong>আরও পড়ুন:&nbsp;<a title="ABP Exclusive: শেষ ওভারে রিভার্স স্যুইপ! অভিষেক টেস্টে যশস্বীর ডাকাবুকো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন কোচ" href="https://bengali.abplive.com/sports/abp-exclusive-jwala-singh-childhood-coach-of-yashasvi-jaiswal-reveals-the-secret-behind-his-disciple-s-brave-innings-992919" target="_self">ABP Exclusive: শেষ ওভারে রিভার্স স্যুইপ! অভিষেক টেস্টে যশস্বীর ডাকাবুকো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন কোচ</a></strong></p>
<p><strong>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন</strong></p>
<p><a title="https://t.me/abpanandaofficial" href="https://t.me/abpanandaofficial" target="_self" rel="nofollow">https://t.me/abpanandaofficial</a></p>