Export of Rice: চাল রফতানি বন্ধ করতে পারে ভারত,নেপথ্যে বড় কারণ, দাম কমবে? Report

বিদেশে চাল রফতানি বন্ধ করে দিতে পারে ভারত। বড় সিদ্ধান্তের দিকে এগোচ্ছে ভারত। সংবাদ সংস্থা ব্লুমবার্গ সূত্রে খবর। কেন্দ্রীয় সরকার এখন পরিকল্পনা নিচ্ছে বাসমতী নয় এমন চাল যাতে বিদেশে রফতানি আপাতত বন্ধ করে দেওয়া যায়। কিন্তু কেন এই সিদ্ধান্ত? 

ওয়াকিবহাল মহলের মতে, আসলে সামনেই লোকসভা নির্বাচন। তার আগে চালের দাম বেড়ে গেলে মহা সমস্যায় পড়ে যাবে দল। সেকারণে একেবারে সতর্ক হয়ে পা ফেলতে চাইছে সরকার। চাল রফতানি করতে গিয়ে যদি দেশের চালের ঘাটতি দেখা যায় তবে স্বাভাবিতকভাবেই দাম বেড়ে যেতে পারে। এতে সমস্যায় পড়বেন আমজনতা। সেকারণেই এবার নয়া সিদ্ধান্তের দিকে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। এমনটাই খবর। আর কোনও কারণ কী আছে? 

সূত্রের খবর, এবার উত্তরভারতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হয়েছে। এর জেরে চাল উৎপাদনে ক্ষতির মুখে পড়তে পারে দেশ। এরপর যদি চাল রফতানি করা হয় তখন সমস্যা আরও বাড়বে। সেকারণে চালের বাজারে দাম বৃদ্ধি রুখতে নয়া উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। ইকোনমিক টাইমস সূত্রে খবর, ২০২২ সালে ভারত প্রায় ৫৬ মিলিয়ন টন চাল বিদেশে রফতানি করেছিল। সব মিলিয়ে বিশ্বের ৪০ শতাংশ চাল ভারত রফতানি করে। 

রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিভি কৃষ্ণা রাও সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ভারত বিশ্বের অন্য়তম সস্তায় চাল সরবরাহকারী দেশ। তবে বর্তমানে নতুন সহায়ক মূল্য়ের জেরে চালের দাম বেড়েছে। সেকারণে অন্যান্য সরবরাহকারীরাও চালের দাম বৃদ্ধি করতে শুরু করেছে। 

এদিকে বিশ্বের প্রায় ৩ বিলিয়ন মানুষ চালের উপর নির্ভরশীল। আর এশিয়াতেই প্রায় ৯০ শতাংশ চাল উৎপাদিত হয়। এদিকে গত বছর ভারত ভাঙা চাল রফতানির ক্ষেত্রে লাগাম টেনেছিল। কার্যত নিষিদ্ধ করে দিয়েছিল এই ধরনের চাল রফতানি। সাদা ও ব্রাউন চাল জাহাজে করে পাঠানোর ক্ষেত্রে ২০ শতাংশ কর আরোপ করাও শুরু করেছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছিল ভারত।