Lady BJP Candidate Lynched: উইনিং সার্টিফিকেট দে! রাতের আঁধারে মহিলা BJP প্রার্থীকে হাত পা বেঁধে পেটাল TMC

পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূলি তাণ্ডব। সেই তাণ্ডবের শিকার হলেন পশ্চিম মেদিনীপুরের এক জয়ী বিজেপি প্রার্থী। তৃণমূলি দুষ্কৃতীদের হাতে জয়ের সার্টিফিকেট তুলে না দেওয়া ওই মহিলা বিজেপি প্রার্থীকে হাত পা বেঁধে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। ফাল্গুনী বিজলি বেরা নামে ওই মহিলাকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশে দায়ের হয়েছে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সবংয়ের বিষ্ণুপুর ১৩ নম্বর অঞ্চলের মকরানি চক এলাকার বাসিন্দা ফাল্গুনী দেবী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন। অভিযোগ, মঙ্গলবার ফলপ্রকাশের পর বুধবার সকালে এসে মারধরের হুমকি দিয়ে যায়। রাতে বাড়ি ছিলেন না ফাল্গুনীদেবীর স্বামী। সেই সুযোগে বাড়িতে এসে তাঁর কাছে উইনিং সার্টিফিটে চায় তৃণমূলি দুষ্কৃতীরা। কিন্তু সার্টিফিকেট তাদের হাতে তুলে দিতে অস্বীকার করেন ফাল্গুনীদেবী। তখন তাঁকে হাত পা বেঁধে তৃণমূলি দুষ্কৃতীরা ব্যাপক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত হন জয়ী মহিলা বিজেপি প্রার্থী। এর পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।

বিজেপির অভিযোগ, তৃণমূলের লাগাতার সন্ত্রাসের পরেও এলাকায় ৮টি আসনে জিতেছে বিজেপি। এটা সহ্য করত পারছে না তৃণমূল। তাই মহিলা বিজেপি প্রার্থীর ওপর নৃশংস নির্যাতন চালিয়েছে তারা। মারের চোটে ফাল্গুনী দেবীর চোখ মুখ ফুলে গিয়েছে। ভোটের আগেও তাঁকে হুমকি দিয়েছিল তৃণমূল। কিন্তু তিনি পিছু হঠেননি।

অভিযোগ অস্বীকার করে তৃণমূলের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনাটাই সাজানো। ভোটের আগে বিজেপি প্রার্থীই তৃণমূল প্রার্থীকে মারধর করেছিলেন। এই ঘটনার সঙ্গে তৃণমূল যুক্ত নয়।