Alert: মাটির নীচে কলকাতা খেয়ে ফেলছে বিশেষ প্রাণী, সতর্ক না হলে আসবে মহামারি, বসে যাচ্ছে সেতু, জানালেন মেয়র

কলকাতা শহরের মাটির নীচে বাস করে ওরা। ধীরে ধীরে শেষ করে ফেলছে শহর কলকাতাকে। বলা ভালো অতি সন্তর্পনে এই তিলোত্তমা কলকাতাকে একেবারে ফোঁপড়া করে ফেলছে। তাদের সম্পর্কে সতর্ক করলেন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রাণীটার নাম জানেন? আমাদের অতি পরিচিত ইঁদুর। সেই ইঁদুর কীভাবে শেষ করে ফেলছে কলকাতাকে তা নিয়ে সতর্ক করলেন মেয়র।

ফিরহাদ বলেন, ভবিষ্য়তে বোঝা যাবে কীভাবে শহরের তলায় ইঁদুরের বাস হচ্ছে। সুরাটে একটা সময় প্লেগে ছেয়ে গিয়েছিল। এখন থেকে সতর্ক না হলে মহামারী হতে পারে কলকাতায়। ১০ বছর-২০ বছর বাদেও আসতে পারে মহামারি।

ফিরহাদ বলেন, করোনা ডেঙ্গুর ব্যাপারটা আমরা জানি। কিন্তু আজ থেকে ১০ বছর-২০ বছর বাদে আসতে পারে বিরাট মহামারি। আমি হয়তো চেয়ারে থাকব না। কিন্তু এখন থেকে পরিকল্পনা করতে হবে। এজেসি বোস রোডে হলদিরামের উল্টো দিকে প্রচুর ইঁদুর হয়েছে। আগে ইঁদুর দেখতে আমরা কার্জন পার্কে যেতাম। এখন শহরের বিভিন্ন প্রান্তে প্রচুর ইঁদুর। এখন এমন ইঁদুর হচ্ছে যে ভেঙে পড়ে যাচ্ছে। ঢাকুরিয়া ব্রিজ নীচে নেমে যাচ্ছে ইঁদুরের জ্বালায়।

কিন্তু ইঁদুর তাড়াতে হ্যামলিনের বাঁশিওলার কথা শুনেছেন অনেকেই। এক্ষেত্রে মেয়র অবশ্য় অন্য রাস্তায় ইঁদুরের উৎপাত বন্ধ করার কথা বলেছেন।

মেয়র জানিয়েছেন, আসলে আমাদের খাবার ফেলার অভ্যাসকে বদলাতেই হবে। ব্যবসা করছে, মিষ্টির দোকান করছে ড্রেনের মধ্য়ে খাবার ফেলছে। এতে ইঁদুরের সমস্যা বাড়ছে। এখন থেকে সতর্ক হতেই হবে। লোকে হয়তো হাসাহাসি করবে এনিয়ে। কারণ আগামী প্রজন্মের জন্য কলকাতাকে নিরাপদ বানাতেই হবে।

অত্যন্ত উদ্বেগের বিষয়। প্রাচীন এই শহরের নীচে বাসা বেঁধেছে হাজার হাজার ইঁদুর। তারা মাটির নীচে বাসা তৈরি করছে। একেবারে ভুসভুসে করে দিচ্ছে মাটি। তৈরি হচ্ছে গর্ত। ভবিষ্যতের জন্য বড় আশঙ্কার কথা শোনালেন মেয়র। বাস্তবিকই অত্যন্ত সময় উপযোগী পদক্ষেপ। এখন সতর্ক না হলে প্লেগের ভয়াবহতার আশঙ্কাও রয়েছে।