Chandrayaan 3 Launch LIVE: বাকি নেই ৬ ঘণ্টাও, ভারতকে স্বপ্ন দেখাচ্ছে চন্দ্রযান-৩

ISRO Chandrayaan 3 Launch Live Updates: ঘড়িতে প্রতিটি সেকেন্ড অতিক্রম হওয়ার সঙ্গে-সঙ্গে বাড়ছে অ্যাড্রিনালিনের ক্ষরণ। কারণ আজ দুপুর ২ টো ৩৫ মিনিট ১৭ সেকেন্ডে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান ৩-র উৎক্ষেপণ হবে। এলভিএম৩-এম৪ রকেটের পিঠে চেপে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-৩। চার বছর আগে একেবারে শেষমুহূর্তে চন্দ্রযান ২-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যে স্বপ্নভঙ্গ হয়ে গিয়েছিল, চন্দ্রযান ৩-র হাত ধরে ফের সেই স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত। আর সেই চন্দ্রযান ৩-র উৎক্ষেপণের লাইভ আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে –

14 Jul 2023, 09:03:51 AM IST

Chandrayaan 3 Launch Live Updates: চন্দ্রযান ৩-র রকেটের পিঠে কী কী থাকবে?

চন্দ্রযান ৩-র দুটি অংশ আছে – প্রপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউল। যা এলএমভি৩-এম৪ রকেটে চেপে যাবে। অর্থাৎ চন্দ্রযান ৩-র প্রপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউলকে মহাকাশে নিয়ে যাবে এলএমভি৩-এম৪ রকেট। প্রপালশন মডিউল এমনভাবে তৈরি করা হয়েছে, যা ল্যান্ডার মডিউলকে চাঁদের কক্ষপথে নিয়ে যেতে পারবে। ল্যান্ডার মডিউলের মধ্যে আবার রোভার থাকবে। যে রোভার চাঁদে ঘুরে বেড়াব। সংগ্রহ করবে বিভিন্ন তথ্য।

14 Jul 2023, 08:54:24 AM IST

Chandrayaan 3 Launch LIVE: চন্দ্রযান ৩-র ‘বাহক’ এলভিএম৩-এম৪ রকেটের পরিচয়

লঞ্চ ভেহিকেল মার্ক-৩ (এলএমভি৩) এম৪ রকেটের পিঠে চেপে চন্দ্রযান-৩ রওনা দেবে। আগে জিয়োসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (জিএসএলভি) এমকে-৩ নামে পরিচিত ছিল লঞ্চ ভেহিকেল মার্ক-৩। যে রকেটের ওজন ৬৪০ টন এবং উচ্চতা ৪৩.৫ মিটার। ওই এলএমভি৩ রকেট পরপর ছ’টি মিশনের উৎক্ষেপণে সাফল্যের মুখ দেখেছে।