Least Liveable Cities: একদম বসবাসের অযোগ্য! এমন ৫ শহরের মধ্যে পাকিস্তানের করাচি, ভারতের কোনও শহর আছে কি

সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশিত হল। এই তালিকার একেবারে তলার ৫ শহরের মধ্যে স্থান পেল পাকিস্তানের করাচি। এর পরেই এই শহরের পরিস্থিতি এভং ভবিষ্যৎ নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

সম্প্রতি ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (Economist Intelligence Unit বা EIU)-এর তরফে বাসযোগ্য শহরের এখটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ১৭৩টি শহরের নাম রয়েছে। বাসযোগ্যতার নিরিখে এই তালিকা তৈরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ যে ৫টি শহর, অর্থাৎ তালিকার শেষ যে ৫ শহর রয়েছে, তার মধ্যেই স্থান পেয়েছে করাচি। 

(আরও পড়ুন: দূষণের জেরে কানাডার দাবানল সাগর পেরিয়ে ইউরোপে, বড় বিপদের আঁচ বিশ্ব জুড়ে)

কোভিড পরবর্তী সময়ের পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি হয়েছে এই তালিকা। এই পরিসংখ্যানটি নেওয়া হয়েছে পাঁচটি মাপকাঠি নিরিখে। স্থায়িত্ব, হেলথকেয়ার, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা, পরিকাঠামো— এই পাঁচটি বিষয়ের নিরিখেই বাসযোগ্যতার বিচার করা হয়। সেই সব ক’টি নিরিখেই করাচি তালিকার একেবারে তলায় স্থান পেয়েছে। 

(আরও পড়ুন: হলুদ থেকে কমলা হচ্ছে নিউ ইয়র্কের বাতাসের রং, বাড়ছে বিপদের আশঙ্কা! Viral Video)

করাচির পরে শেষ পাঁচে রয়েছে লাগোস, আলজিয়েরস, ত্রিপোলি এবং দামাস্কাস— এই চারটি শহর। তবে এই তালিকার একেবারে শেষ দিকে ভারতের কোনও শহর নেই। 

বাসযোগ্যতার নিরিখে তৈরি হওয়া তালিকায় করাচির ইতিহাস মোটেই সুবিধার নয়। এর আগে ২০১৯ সালে ১৪০টি শহরের তালিকা তৈরি হয়েছিল। সেই তালিকায় করাচি ছিল ১৩৬ নম্বরে। ২০২০ সালে কোনও রিপোর্ট প্রকাশিত হয়নি। ২০২২ সালে যে রিপোর্ট প্রকাশিত হয়, তাতে ১৪০টি শহরের মধ্যে করাচি ছিল ১৩৪ নম্বরে। 

(আরও পড়ুন: বায়ুদূষণের দৌড়ে দিল্লিকে টেক্কা দিল নিউ ইয়র্ক, কানাডার দাবানল কতটা ক্ষতি করল)

এই তালিকার একেবারে শীর্ষে রয়েছে আমেরিকা এভং কানাডার বেশ কিছু শহর। তবে এক নম্বরে এই দুই দেশের কোনও শহর নেই। সেখানে রয়েছে ইউরোপের একটি শহর। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা রয়েছে এই তালিকার এক নম্বর স্থানে।