PM Modi in France: ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদী, ভারতের প্রথম PM হিসেবে পেলেন সেই পুরস্কার

নরেন্দ্র মোদীকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান ‘লেজিয়ঁ দ’ নর’-তে (গ্র্যান্ড ক্রস) ভূষিত করা হল। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সেই সম্মানে ভূষিত হলেন মোদী।যিনি ফ্রান্সের ‘ন্যাশনাল ডে’ উদযাপনের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন। বৃহস্পতিবার প্যারিসে তাঁকে সেই সম্মানে ভূষিত করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। অতীতে যে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, কিং চার্লস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মানির প্রাক্তন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল-সহ বিশ্বের তাবড়-তাবড় রাষ্ট্রনেতারা। সেই তালিকায় এবার যুক্ত হল ভারতের প্রধানমন্ত্রী মোদীর নামও। যিনি ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের ১৪টি দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান বা সংশ্লিষ্ট দেশের পুরস্কার পেয়েছেন।

আরও পড়ুন: Rafale Fighter Jet: ফ্রান্স থেকে ২৬ রাফাল যুদ্ধবিমান কিনবে ভারত, খরচ কত পড়বে?

কোন কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান বা আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন মোদী?

১) সৌদি আরব: ২০১৬ সাল। 

২) আফগানিস্তান: ২০১৬ সাল। 

৩) প্যালেস্তাইন: ২০১৮ সাল। 

৪) সংযুক্ত আরব আমিরশাহি: ২০১৯ সাল। 

৫) রাশিয়া: ২০১৯ সাল। 

৬) মলদ্বীপ: ২০১৯ সাল। 

৭) বাহারিন: ২০২০ সাল।

৮) আমেরিকা: ২০২০ সাল। 

৯) ভুটান: ২০২১ সাল। 

১০) রিপাবলিক অফ পালাউ: ২০২৩ সাল। 

১১) ফিজি: ২০২৩ সাল। 

১২) পাপুয়া নিউগিনি: ২০২৩ সাল।

১৩) ইজিপ্ট: ২০২৩ সাল।

১৪) ফ্রান্স: ২০২৩ সাল।

আরও পড়ুন: Modi’s Interview to French News Paper: ‘পৃথিবী একটাই, কিন্তু…’, পশ্চিমী মূল্যবোধের গ্রহণযোগ্যতা নিয়ে সতর্কবার্তা মোদীর

‘লেজিয়ঁ দ’ নর’ সম্মানের ইতিবৃত্ত

১) বিভিন্ন ক্ষেত্রে সবথেকে যোগ্য নাগরিককে ‘লেজিয়ঁ দ’ নর’ সম্মান প্রদান করা হয়। ২০০ বছর ধরে বিভিন্ন নামী ব্যক্তিত্বদের সেই পুরস্কার প্রদান করে থাকে ফ্রান্সের সরকার।

২) ১৮০২ সালে ‘লেজিয়ঁ দ’ নর’ সম্মান প্রদান শুরু করেছিলেন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন। সেই ‘লেজিয়ঁ দ’ নর’ আবার পাঁচটি শ্রেণিতে বিভক্ত – নাইট, অফিসার, গ্র্যান্ড অফিসার এবং গ্র্যান্ড ক্রস। বৃহস্পতিবার মোদী সেই গ্র্যান্ড ক্রসে ভূষিত হয়েছেন। যা সর্বোচ্চ পুরস্কার।

৩) ‘লেজিয়ঁ দ’ নর’ সম্মান সাধারণত ফ্রান্সের নাগরিকদের দেওয়া হয়। যে বিদেশিরা ফ্রান্সে কাজ করেছেন বা ফ্রান্সের মতাদর্শের সামঞ্জস্য রেখেছেন, তাঁদেরও ‘লেজিয়ঁ দ’ নর’ সম্মানে (যে সম্মানে অতীতে ভূষিত হয়েছেন সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, শাহরুখ খানের মতো ভারতীয়রা) ভূষিত করা হয়। এবার যেমন মোদীকে ‘লেজিয়ঁ দ’ নর’ (গ্র্যান্ড ক্রস) সম্মানে ভূষিত করা হয়েছে।