আদালতের ভর্ৎসনার থেকে বাঁচতে প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব করল হেস্টিংস থানা

পার্থ চট্টোপাধ্যায়কে জেলে আংটি পরে ঘুরতে দেওয়ায় আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছে রাজ্য প্রশাসন। এবার আদালতের ভর্ৎসনা থেকে বাঁচতে তাঁকে তলব করল হেস্টিংস থানা। এই ঘটনায় তাঁকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চায় বলে জানানো হয়েছে। প্রেসিডেন্সি জেলার সুপারকে পুলিশের তলবে আইনজ্ঞদের একাংশের ধারণা, আদালতের ভয় অবশেষে কাজ করতে শুরু করেছে রাজ্য প্রশাসনের অন্দরে।

আংটি পরে পার্থ চট্টোপাধ্যায়ের জেলের ভিতরে ঘুরে বেড়ানোর ঘটনায় কারা দফতরের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত। রিপোর্টে সুপারকে কার্যত ক্লিনচিট দেন ডিআইজি কারা। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। এর পর এই মামলায় হাইকোর্টে হাজিরা দিতে হয় দেবাশিসবাবুকে। আদালতে তিনি দাবি করেন, পার্থবাবুর আঙুল খুব ফুলে উঠেছিল। ফলে আংটি খোলা যাচ্ছিল না। আংটি খুলতে গেলেই তিনি চিৎকার করছিলেন। তবে জেল সুপারের এই সাফাই সন্তোষজনক মনে হয়নি কলকাতা হাইকোর্টের। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ওদিকে আদালতের নির্দেশে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করতে হয়েছে কারা দফতরকে। সেই অভিযোগের প্রেক্ষিতেই তলব করা হয়েছে দেবাশিসবাবুকে।

তবে এই তলবে রাজ্য প্রশাসনের ভিতরে আদালতের ভয় ঢুকেছে বলে মনে করছেন অনেকে। তাদের দাবি, এতদিন নানা রাজনৈতিক প্রভুদের নির্দেশে যে কোনও বেআইনি কাজ করে পার পেয়ে যাওয়া যাবে বলে মনে করতেন প্রশাসনিক আধিকারিকদের একাংশ। কিন্তু দেবাশিসবাবুর পরিণতি তাদের আদালত ও আইনের ক্ষমতা নিয়ে ভাবতে বাধ্য করেছে। ফলে রাজনৈতিক প্রভুদের নির্দেশ উপেক্ষা করে অন্তত আইন বাঁচানোর সৌজন্যটুকু দেখাতে শুরু করেছেন তাঁরা।