‘For Novak Djokovic, It’s Just Another Day; For Me, It’s The Best Moment Of My Life’ – Carlos Alcaraz On ‘dream’ Wimbledon Final

লন্ডন: ফরাসি ওপেনের সেমিতে মুখোমুখি হয়েছিলেন ২ জনে। কিন্তু খেলার মাঝেই চোট পেয়ে যান বিশ্বের ১ নম্বর টেনিস তারকা কার্লোস আলকারাজ। সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিলেন নোভাক জকোভিচ। এবার আরও একবার দুজনে আমনে সামনে হতে চলেছেন। উইম্বলডনের ফাইনালে মুখোমুখি হবেন ২ জন। আর সেই মুহূর্তটাই তাঁর জীবনের সেরা মুহূর্ত বলে জানালেন ২০ বছরের স্প্য়ানিস টেনিস তারকা আলকারাজ। শুক্রবার আলকারাজ সেমিতে হারিয়ে দেন ২০২১ সালের ইউ এস ওপেন জয়ী ড্যানিল মেদভেদেভকে। স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নেন আলকারাজ। 

ফাইনালের লড়াইয়ে নামার আগে আলকারাজ বলছেন, ”সম্ভবত আমার কেরিয়ারের অন্য়তম গুরুত্বপূর্ণ ম্যাচ। আমার জীবনের সবচেয়ে স্পেশাল মুহূর্ত। উইম্বলডনের ফাইনাল খেলতে চলেছি আমি। ছোট থেকে এটাই স্বপ্ন দেখতাম যে আমি উইম্বলডনের মঞ্চে খেলব। আর এবার ফাইনাল খেলতে চলেছি। মুহূর্তটা আরও স্পেশাল, কারণ নোভাক জকোভিচের বিরুদ্ধে খেলতে নামছি আমি।”

সাতবারের উইম্বলডন জয়ী জকোভিচের বিরুদ্ধে নামবেন। উত্তেজনা একটা আলাদা কাজ করছেই। তবে তা নিয়ে বেশি ভাবতে নারাজ আলকারাজ। তিনি বলছেন, ”আমি বেশি চাপ নিচ্ছি না। বেশি উত্তেজিতও হচ্ছি না। নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করছি। নোভাকের কাছে এটা শুধুমাত্র আরও একটা টুর্নামেন্ট, আরও একটা ফাইনাল, আরও একটা দিন। আমার কাছে জীবনের স্পেশাল মুহূর্ত।”

এদিকে,  টুর্নামেন্ট শুরুর আগে থেকেই তাঁকে ফেভারিট হিসাবে গণ্য করা হচ্ছিল। নোভাক জকোভিচ (Novak Djokovic) শুক্রবার, ১৪ জুলাই, অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে প্রমাণ করে দিলেন কেন তাঁকে বিশেষজ্ঞদের অধিকাংশ এ বারের উইম্বলডন (Winbledon 2023) জয়ের সবথেকে বড় দাবিদার বলে মনে করছেন। সেমিফাইনালে ইয়ানিক সিনারকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে পৌঁছে গেলেন নাগাড়ে নিজের পঞ্চম উইম্বলডন ফাইনালে। ২১ বছর বয়সি সিনারকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৪) স্কোরলাইনে, স্ট্রেট গেমে হারান জকোভিচ।

ম্যাচে শুরুতেই দুই সেটে সিনারের সার্ভিস ব্রেক করতে সক্ষম হন জকোভিচ। সিনারকে লড়াই করার তেমন কোনও সুযোগই দেননি সার্বিয়ান। তৃতীয় সেটে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেন বটে, তরুণ তুর্কি, তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। সেট টাই ব্রেকার পর্যন্ত গড়ায় এই যা। জকোভিচ অবশ্য গোটা বছর জুড়েই টাই ব্রেকারে অপ্রতিরোধ্য। এদিনও তাই হল। ১-৩ পিছিয়ে পড়েও শেষ সাত পয়েন্টের মধ্যে ছয়টি জিতে তৃতীয় সেট ও ম্যাচ জিতে নেন রেকর্ড স্ল্যাম খেতাবজয়ী পুরুষ তারকা।