Income Tax Tricks: ৭ লাখের বেশি রোজগার হলেও আয়কর লাগবে না! কত টাকা পর্যন্ত ছাড়? জানালেন সীতারামন

খাতায়কলমে নয়া কর কাঠামোয় বার্ষিক সাত লাখ টাকা পর্যন্ত আয় হলে কোনও আয়কর দিতে হবে না। তবে কয়েকটি ছাড়ের কারণে বাস্তবে বার্ষিক ৭.২৭ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হবে না। এমনই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, যাঁদের বার্ষিক আয় ৭.২৭ লাখ টাকা, তাঁদের নয়া কর কাঠামোর আওতায় আয়কর দিতে হবে না। যদি কারও বার্ষিক আয় ৭.২৭ লাখ টাকার গণ্ডি ছাড়িয়ে যায়, তবেই তাঁকে নয়া কর কাঠামোর আওতায় কর দিতে হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেইসঙ্গে তিনি দাবি করেন, দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ সাধারণ বাজেটে মধ্যবিত্তদের একাধিক কর সংক্রান্ত সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। সমাজের কোনও অংশকেই দূরে সরিয়ে রাখেনি মোদী সরকার।

আরও পড়ুন: Zero Income Tax upto 7.5 lakhs: ৭.৫ লাখ টাকা আয় করেও দিতে হবে না এক পয়সা ইনকাম ট্যাক্স! দেখে নিন হিসাব

শুক্রবার কর্ণাটকের উদুপ্পিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, গত ফেব্রুয়ারিতে বাজেট পেশের সময় যখন নয়া আয়কর কাঠামোর ঘোষণা করা হয়েছিল, তখন অনেকেই ধন্দে পড়ে গিয়েছিলেন। যাঁদের বার্ষিক আয় সাত লাখ টাকার সামান্য বেশি, তাঁদের কী হবে, সেটা ভেবে ধন্দে পড়ে গিয়েছিলেন অনেকে। সেজন্য আয়কর কাঠামোর বিশ্লেষণে তাঁরা আলোচনায় বসেন বলে দাবি করেছেন সীতারামন।

আরও পড়ুন: ITR Mistakes: আয়কর রিটার্ন ফাইলের সময়ে এই ভুলগুলি অনেকেই করেন! সতর্ক থাকবেন

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়, ‘(সেই পরিস্থিতিতে) আমাদের টিম আলোচনায় বসে। (সাত লাখ টাকার সীমার পর) প্রতি এক টাকা অতিরিক্ত আয়ের জন্য কত টাকা আয়কর দিতে হবে এবং ঠিক কোন পর্যায়ে আপনাকে আয়কর দিতে হবে, তা হিসাব করা হয়। (উদাহরণস্বরূপ) কারও বার্ষিক আয় ৭.২৭ লাখ টাকা হলে তবেই আপনাকে আয়কর দিতে হবে। কারণ ২৭,০০০ টাকায় ওই ভারসাম্য আসছে। তারপর (৭.২৭ লাখ টাকার বেশি আয়) আপনাকে আয়কর দিতে হবে।’ 

বিষয়টি আরও স্পষ্ট করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘(নিয়ম অনুযায়ী) নয়া আয়কর কাঠামোয় বার্ষিক সাত লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হবে না। যা সামান্য ছাড়ের কারণে আদতে বেড়ে দাঁড়াচ্ছে ৭.২৭ লাখ টাকা।’ অর্থাৎ কারও বার্ষিক আয় ৭.২৭ লাখ টাকা হলে তাঁকে কোনও আয়কর দিতে হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

সেইসঙ্গে শুক্রবারের অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ডিডাকশন নিয়েও মুখ খোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এখন তো (নয়া আয়কর কাঠামোয়) আপনাদের হাতে ৫০,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনের অস্ত্রও আছে। নয়া কাঠামোর প্রেক্ষিতে অনেকে বলেছিলেন যে স্ট্যান্ডার্ড ডিডাকশন নেই। এখন সেটা দেওয়া হয়েছে।’