BDO assaulted: গণনায় কারচুপির অভিযোগে BDO-কে ‘শারীরিক নিগ্রহ’, বিজেপি সাংসদের বিরুদ্ধে FIR

ভোটগণনার সময় বিডিওকে শারীরিক নিগ্রহের অভিযোগে বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হল। বুধবার রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ভোটগণনা চলছিল। অভিযোগ, সেইসময় গণনাকেন্দ্রের ভিতর ঢুকে তাণ্ডব চালান বিজেপি কর্মী-সমর্থকরা। নেতৃত্বে ছিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী। বিজেপি কর্মী ও সমর্থকরা রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডলকে শারীরিক নিগ্রহ করেন বলে অভিযোগ। ঘটনায় বিডিও অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়।

আরও পড়ুন: গণনাকেন্দ্রে উদ্ধার হল বান্ডিল বান্ডিল ছাপ মারা ব্যালট, চাঞ্চল্য পুরুল্যায়

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই সরকারি আধিকারিক। দেবশ্রী-সহ মোট চারজন বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। বিডিওর অভিযোগের ভিত্তিতে পুলিশ সাংসদ-সহ ৪ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিজেপি। 

অভিযোগ, গত ১২ জুলাই রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ভোটগণনা চলছিল। সেই সময় দেবশ্রীর নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা গণনাকেন্দ্রে ঢুকে রীতিমত তাণ্ডব চালান, চেয়ার ও টেবিল ভাঙচুর করেন। বিডিওর দিকে চেয়ার, টেবিল ছুড়ে মারা হয় বলে অভিযোগ। এমনকী বিডিওকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার চেয়ার, টেবিল উলটে ফেলে দিচ্ছেন। এসবের পাশাপাশি অন্যান্য জিনিসপত্রও ওই সরকারি আধিকারিককে লক্ষ্য করে ছুড়ে মারা হয় বলে অভিযোগ। 

সেইসময় এক সরকারি কর্মী ওই বিডিওকে সেখান থেকে রক্ষা করেন। এর পরেই বিডিওকে হুমকি দেওয়ার পর তাঁরা গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ। ঘটনায় বিডিও অসুস্থ হয়ে পড়লে তাঁকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। পরে বৃহস্পতিবার গভীর রাতে ওই সরকারি আধিকারিক রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

রায়গঞ্জ গণনাকেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিক সুব্রত মহন্তের অভিযোগ, গণনা কেন্দ্রে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর ওপর প্রভাব খাটিয়ে বিডিওর ঘরে ঢুকে তাণ্ডব চালানো হয়েছিল। বিজেপি ১৪৪ ধারা ভঙ্গ করেছে। পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট করেছে। জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, ‘বিডিও গণনায় কারচুপি করেছেন। তৃণমূল প্রার্থীদের ভোটে জেতাতে তিনি সাহায্য করেছেন। আমরা শুধু তার প্রতিবাদ জানিয়েছিলাম। মামলা হলে আমরা আইনি পথে মোকাবেলা করব।’