India vs West Indies 1st Test Day 3: অশ্বিনের ‘দুরন্ত ঘূর্ণি’তে কুপোকাত ক্যারিবিয়ানরা, ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারাল ভারত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অশ্বিনের কী দুরন্ত প্রত্যাবর্তন! WTC ফাইনালে বাদ পড়া থেকে শুরু করে ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে (India vs West Indies 1st Test) ১২ উইকেট নেওয়া, প্রথম ভারতীয় বোলার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টের দুই ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। প্রথম ইনিংসে পাঁচ উইকেটে ৪২১ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজকে ২৭১ রানে এগিয়ে রাখেন ভারতীয় স্পিনাররা। অশ্বিন ও জাদেজা চা বিরতির আগে ওয়েস্ট ইন্ডিজকে ৪ রানে গুটিয়ে দেয়। ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের শুরু থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখে ভারত। 

আরও পড়ুন, Emerging Asia Cup: অধিনায়ক যশের ঝকঝকে সেঞ্চুরি, আমিরশাহিকে উড়িয়ে অভিযান শুরু ভারতের

প্রথম ইনিংসে ১৫০ করলেও দ্বিতীয় ইনিংসে ১৩০-এই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ডেবিউ টেস্টে ১৭১ রানের স্মরণীয় ইনিংস খেলায় ম্যাচের সেরা নির্বাচিত করা হয় যশস্বী জয়সওয়ালকে। যশস্বীর ইনিংসে রয়েছে ১৬টি চার এবং একটি ছক্কা। তিনি খেলেছেন ৩৮৭ বল। পাশাপাশি বিরাট কোহলি মিস করলেন সেঞ্চুরিও। তিনি থমকে গেলেন ৭৬ রান করে।

 ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসের নিরিখে বড় রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসেও ব্যটিং ব্যর্থতা জারি থাকে ক্যারিবিয়ানদের। অশ্বিনের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস ধসে যায় নিতান্ত কম রানে। ৩৭ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা ও ১ রান ক্রিজে ছিলেন ইশান কিশান। কোহলি আউট হন ৭৬ রান করে। রান পাননি অজিঙ্কে রাহানে। ৩ রান করে আউট হন। শেষ পর্যন্ত ৫ উইকেটে ৪২১ রানে ইনিংস ডিক্লেয়ার করেন রোহিত শর্মা। 

 

আরও পড়ুন, IPL: টি-২০ বিশ্বকাপ জয়ী অজি কোচ এবার দায়িত্বে! এই ফ্র্যাঞ্চাইজি থেকে চাকরি গেল ফ্লাওয়ারের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)