Modi Meets Chanel CEO: ভারতের হস্তশিল্পের প্রচার করবে শ্যানেল, লীনা নায়ারের সঙ্গে দেখা করে কী জানালেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি প্যারিস সফরে গিয়ে দেখা করলেন শ্যানেলের সিইও লীনা নায়ারের সঙ্গে। গত ১৪ জুলাই এই ফ্রেঞ্চ লাক্সারি ফ্যাশন হাউজের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে নমো আলোচনা করে ঠিক করেন যে কোন কোন উপায়ে ভারতের হস্তশিল্প থেকে খাদির প্রচার করা হবে। কী করলে প্রচার বাড়বে এবং একই সঙ্গে ভারতীয় শিল্পীদের স্কিল ডেভেলপ করা যাবে।

মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মুখপাত্র অরিন্দম বাগচী এদিন জানান, ‘শ্যানেলের গ্লোবাল সিইও লীনা নায়ারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিটিংটা ভালো ভাবে হয়েছে। তাঁরা হস্তশিল্প এবং খাদির প্রোডাক্ট প্রচারের ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা যায় সেই বিষয়ে আলোচনা করেছেন। সমস্যা সমাধানের পথ খোঁজার চেষ্টা করেছেন। একই সঙ্গে কী করে ভারতীয় শিল্পীদের উন্নতি করা যায় সেটা নিয়েও আলোচনা করেন তাঁরা।’

পিএমও বা প্রধানমন্ত্রীর দফতরের তরফে এই মিটিং প্রসঙ্গে একটি টুইট করা হয়েছে। প্রধানমন্ত্রী শ্যানেলের সিইওকে ভারতে যে সুবিধাগুলো উপলব্ধ আছে সেগুলো নেওয়ার কথা বলেছেন। একই সঙ্গে তিনি তাঁকে ভারতে আমন্ত্রণ জানিয়ে ভারতীয় শিল্পী, চাষীদের সঙ্গে পার্টনারশিপ তৈরি করে কাজের কথাও বলেছেন বলেই জানানো হয়েছে।

শুধু শ্যানেল নয়, প্রধানমন্ত্রী এদিন ফ্রান্সের একাধিক কোম্পানির সিইওর সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে কথা বলে কী করে বিজনেস কর্পোরেশনকে আরও বাড়ানো যেতে পারে, বিভিন্ন নতুন দিক আবিষ্কার করা যেতে পারে সেসব নিয়েই কথা বলেন। প্রধানমন্ত্রী নিজে এদিন একটি টুইট করে লেখেন, ‘আমি ভারতীয় নিয়ম নীতিগুলোকে হাইলাইট করেছি এবং ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়েছি যাতে তাঁরা আমাদের দেশকে নতুন নতুন সুযোগ দেন।’

শুক্রবার সকালে আগে ম্যাক্রনের সঙ্গে মোদী দেখা করেন। তাঁরা প্যারিসের এলিসি প্রাসাদে বসে কথা বলেন। সেখানেই তাঁরা পরমাণু শক্তি, সামরিক শক্তি, ভারত ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কী করে শক্তিশালী করা যায় সেসব নিয়েই কথা বলেন। এদিন তাঁকে সাদরে আমন্ত্রণ জানানো হয় এলিসি প্রাসাদে। আলাপচারিতার পর দুই দেশের দুই রাষ্ট্রনেতা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।