Rahul Gandhi in SC: গুজরাট হাইকোর্টে ধাক্কা! মোদী পদবী ঘিরে মানহানি মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাহুল গান্ধী

মোদী পদবী ঘিরে মানহানি মামলায় আগেই সুরাটের ম্যাজিস্ট্রেট কোর্ট তাঁকে দোষীসাব্যস্ত করেছে। এরপর রাহুল গান্ধীকে ২ বছরের কারাবাসের সাজা শোনায় কোর্ট। পরবর্তীতে এই ২ বছরের সাজার জেরে তাঁর সাংসদ পদ খোয়া যায়। এদিকে, তারই মাঝে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে তাঁর দোষী সাব্যস্ত হওয়ার ঘটনার ওপর স্থগিতাদেশের আর্জি জানান রাহুল। সেই আর্জিও হয় খারিজ। পরে সেই আর্জি নিয়ে রাহুল গান্ধী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

কর্ণাটকের এক জনসভায় মোদী পদবী নিয়ে তাঁর এক মন্তব্যের জেরে রাহুল গান্ধীর বিরুদ্ধে শুরু হয় মামলা। সুরাট হাইকোর্টে জনৈক বিজেপি নেতা পূর্ণেশ মোদী অভিযোগ ঘিরে চলে মামলা। একই মানহানি মামলা পাটনা হাইকোর্টেও দায়ের রয়েছে রাহুলের বিরুদ্ধে। তবে মোদীগড় গুজরাটে সুরাট কোর্ট এই মামলায় রাহুলকে ২ বছরের কারাবাসের সাজা শোনায়। পরে সেই সাজা ঘিরে স্থগিতাদেশের আর্জি জানান রাহুল। এদিকে, এই আর্জি নিয়ে সদ্য গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতাকে গত ৭ জুলাই গুজরাট হাইকোর্ট জানিয়েছে যে, দোষী সাব্যস্ত হওয়ার ওপর স্থগিতাদেশ কোনও বিধি নয়, সেটি কেবল বিরল ঘটনায় লাগু হয়। ফলে বিপাক বেড়ে যায় রাহুলের। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। 

( Alert: এসেছে ডেঙ্গির নয়া স্ট্রেইন, বর্ষার মরশুমে অগস্ট- সেপ্টেম্বরে রয়েছে কোন ঝুঁকি? সতর্কবার্তায় সরকার কী জানাল)

( Modi’s Gift to France: চন্দনকাঠের সেতার থেকে পচমপল্লী শাড়ি! ম্যাক্রোঁ দম্পতিকে তাক লাগানো উপহার তুলে দিলেন মোদী)

( Modi in UAE: খেজুরের সালাড, গাজরের তন্দুরি! আমিরশাহির প্রাসাদে সম্পূর্ণ নিরামিষ ভোজসভা মোদীর সম্মানে)

রাহুলের বিরুদ্ধে চলা মানহানি মামলা সদ্য গুজরাট হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছকের বেঞ্চে উঠেছিল। উল্লেখ্য, কর্ণাটকের এক প্রচার সভা থেকে নীরব মোদীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি মোদী পদবী নিয়ে একটি মন্তব্য করেছিলেন। তারপরই রাহুলের বিরুদ্ধে শুরু হয় মামলা। এরপর বিজেপি নেতা পূর্ণেশ মোদী রাহুলের বিরুদ্ধে করেন মামলা। তাঁর দাবি ছিল মোদী পদবীর সকলকে রাহুল গান্ধী অপমান করেছেন। আর তা জেনে বুঝে করেছেন বলে ছিল অভিযোগ। এরপর নানান জল গড়িয়ে শেষমেশ গুজরাট হাইকোর্টে ধাক্কা খান রাহুল। তারপর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কংগ্রেসের অই সাংসদ।