Soumitra Khan: অভিষেকের সাংসদপদ খারিজ করুন, লোকসভার স্পিকারকে চিঠি দিলেন সৌমিত্র খাঁ

SSKM হাসপাতালে দাঁড়িয়ে বিচারব্যবস্থাকে আক্রমণ করার জন্য ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদপদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শনিবার ওম বিড়লাকে লেখা ওই চিঠিতে সৌমিত্র খাঁ দাবি করেছেন, বিচারব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলে সংবিধানের অবমাননা করেছেন অভিষেক।

চিঠিতে সৌমিত্র খাঁ লিখেছেন, শুক্রবার কলকাতার SSKM হাসপাতালে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারব্যবস্থাকে যে ভাষায় আক্রমণ করেছেন তা সংবিধানের অবমাননা। একজন সাংসদ প্রকাশ্যে এভাবে বিচারব্যবস্থার নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। এতে মানুষের মনে বিচারব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি হবে। তাই অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদপদ খারিজ করা হোক।

এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ বলেন, ‘একজন সাংসদ প্রকাশ্যে বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। বিষয়টি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের দেখা উচিত।’

শুক্রবার ভোট সন্ত্রাসে আহত বিজেপি কর্মীদের দেখতে SSKM হাসপাতালে যান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে হাসপাতাল চত্বরেই লাউড স্পিকার বাজিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে অভিষেক বলেন, এই ব্যক্তিরা আহত হওয়ার জন্য দায়ী বিচারপতি রাজশেখর মান্থা। তিনি শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়ে রেখেছেন বলেই এরা মার খেয়েছে। একজন সমাজবিরোধীকে কি এভাবে অনির্দিষ্টকালের জন্য রক্ষাকবচ দিয়ে রাখা যায়?

অভিষেক বলেন, ‘বিজেপি করে বলে কি আইনের উপরে! যে বিচারপতি বা বিচারব্যবস্থা যদি ভাবে বিজেপিকে প্রটেকশন করব, হাতজোড়ে করে অনুরোধ তাদের প্রোটেকশন দেবেন না। যারা এইসব কাজ করছে বিচারব্যবস্থা তাদের প্রটেকশন দিয়ে রাখছে। সত্যি কথা বলার জন্য় যদি জেলে যেতে হয় যাব। মামলা করলেও মাথা পেতে থাকব। একজন বিচারপতি সবাইকে প্রটেকশন দিয়ে দিচ্ছে। অনন্তকালের জন্য় প্রটেকশন দিয়ে রাখছেন। কোনওদিন শুনেছেন কাউকে খুন করে, ধর্ষণ করলেও কিছু করতে পারবে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এফআইআর করতে গেলেও পারমিশন লাগবে। যাদের জেলে থাকা উচিত তাদের মদত দিয়ে পুলিশের হাত বেঁধে দেওয়া হচ্ছে। ’