Sukanta Article 355 imposition: ৩৫৫ ধারা জারি প্রশাসনিক সিদ্ধান্ত, শাহের সঙ্গে বৈঠক সেরে ফিরে বললেন সুকান্ত

অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর রাজ্যে ৩৫৫ ধারা লাগু নিয়ে সুর বদল করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সকালে দিল্লি থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যে ৩৫৫ জারির বিষয়টি প্রশাসনিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবেন কবে তিনি লাগু করবেন।

এদিন সুকান্তবাবু বলেন, ‘৩৫৫ প্রয়োগ করা প্রশাসনিক সিদ্ধান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবেন এর প্রয়োজন রয়েছে কি না। আর থাকলে কবে প্রয়োগ হবে।

ভোট হিংসা নিয়ে তৃণমূলের অভিযোগের পালটা দিয়েছেন সুকান্তবাবু। তিনি বলেন, ‘তৃণমূলকে বলুন, ওনাদের যে ৩১ জন বা ১৯ জন যত জন তৃণমূলকর্মী মারা গিয়েছেন, তাদের কজন বিজেপির হাতে খুন হয়েছে? বিজেপি হিংসায় বিশ্বাস করে না। বিজেপিশাসিত কোনও রাজ্যে হিংসা হয় না’। একই সঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে তিনি যে রিপোর্ট জমা দিয়েছেন তাতে বিরোধীদের পাশাপাশি নিহত তৃণমূলকর্মীদেরও নাম রয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে বৈঠক করেন সুকান্তবাবু। সেখানে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অমিত শাহকে রিপোর্ট পেশ করেন তিনি। এর পর এক টুইটে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ফলের জন্য বিজেপি নেতার্কমীদের অভিনন্দন জানান শাহ। লেখেন, লাগাতার সন্ত্রাসের পরও বিজেপির বিজয় রুখতে পারেনি।

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে রাজ্যে লাগাতার হিংসা, হানাহানি, রক্তপাত ও খুন রুখতে ৩৫৫ ধারা জারির দাবি জানিয়েছে বিজেপিসহ একাধিক বিরোধী দল। সেই তালিকায় নাম রয়েছে ISF-এরও। এদিন সুকান্তবাবুর মন্তব্যের প্রতিক্রিয়ায় ISF নেতা নওসাদ সিদ্দিকি বলেন, রাজ্যে যা চলছে তাতে এখন ৩৫৫ ধারা জারি না করলে আর কবে করবে?