Wimbledon 2023: Czech Republic’s Marketa Vondrousova Beats Ons Jabeur To Win Wimbledon 2023 Title

লন্ডন: অনস জ়াবেরকে স্ট্রেট সেটে হারিয়ে উইম্বলডনে মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন মার্কেতা ভন্দ্রুসোভা (Marketa Vondrousova)। যিনি টুর্নামেন্ট শুরু করেছিলেন অবাছাই হিসাবে। ওপেন যুগে প্রথম অবাছাই হিসাবে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি।

স্লাইস, স্পিন, ড্রপ শট – সব অস্ত্রই প্রয়োগ করেন ভন্দ্রুসোভা। ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতেছেন তিনি। গতবারের ফাইনালে এলিনা রাইবাকিনার বিরুদ্ধে হেরে গিয়েছিলেন জ়াবের। এবার অনেকেই তাঁর জয় দেখার জন্য উদগ্রীব ছিলেন। কিন্তু ভন্দ্রুসোভাই শেষ হাসি হাসলেন।

ম্যাচ হেরে হতাশ জ়াবের। বলেছেন, ‘আমার কেরিয়ারের সবচেয়ে যন্ত্রণাদায়ক হার।’

দুজনের সামনেই ছিল ইতিহাস তৈরির হাতছানি। জ়াবেরের সামনে হাতছানি ছিল আরব ও আফ্রিকার প্রথম মহিলা হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের। আর ভন্দ্রুসোভার সামনে ছিল টেনিসের ওপেন যুগে প্রথম মহিলা অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয়ের।

শেষ পর্যন্ত জ়াবের পারেননি। তাঁকে হারিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন ভন্দ্রুসোভা। আজ অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে জ়াবেরকে ৬–৪, ৬–৪ গেমে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতেছেন ভন্দ্রুসোভা।

গত বছর জ়াবের উইম্বলডনের ফাইনালে উঠেও আটকে গিয়েছিলেন ইলিনা রাইবাকিনার বিরুদ্ধে। এরপর বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে হেরেছিলেন ইগা শিয়নটেকের কাছে। এবার ফেভারিট হিসেবে ফাইনাল খেলতে নামলেও ভন্দ্রুসোভার কাছে স্ট্রেট সেটে হেরে গেলেন জ়াবের। 

 

ম্যাচের শুরুটা অবশ্য ভাল করেন জ়াবের। প্রথম সেটে ২–১ গেমে এগিয়েও যান। কিন্তু ফেভারিট হিসেবে খেলতে নামার চাপটা হয়তো নিতে পারেননি। সেই সুযোগটা কাজে লাগিয়ে ম্যাচে ফেরেন ভন্দ্রুসোভা। প্রথম সেট জিতে নেন ৬–৪–এ। দ্বিতীয় সেটের শুরু থেকেই ছন্দে ছিলেন ভন্দ্রুসোভা। প্রথম পয়েন্ট পান তিনিই। তবে পিছিয়ে পড়লেও ম্যাচে ফিরেছিলেন জ়াবের। একটা সময়ে ৪–৪ করে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা করতে পারেননি।

ফাইনালে জোকার

টুর্নামেন্ট শুরুর আগে থেকেই তাঁকে ফেভারিট হিসাবে গণ্য করা হচ্ছিল। নোভাক জকোভিচ (Novak Djokovic) শুক্রবার, ১৪ জুলাই, অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে প্রমাণ করে দিলেন কেন তাঁকে বিশেষজ্ঞদের অধিকাংশ এ বারের উইম্বলডন (Winbledon 2023) জয়ের সবথেকে বড় দাবিদার বলে মনে করছেন। সেমিফাইনালে ইয়ানিক সিনারকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে পৌঁছে গেলেন নাগাড়ে নিজের পঞ্চম উইম্বলডন ফাইনালে। ২১ বছর বয়সী সিনারকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৪) স্কোরলাইনে, স্ট্রেট সেটে হারান জকোভিচ।

আরও পড়ুন: বছর শেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে পরীক্ষা টিম ইন্ডিয়ার, প্রকাশিত হল পূর্ণাঙ্গ সূচি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial