৫ মাস কেন? বিধায়করা সমর্থন না করলে সরকার যখন খুশি পড়ে যেতে পারে: সুকান্ত

যে কোনও সময় পড়ে যেতে পারে রাজ্য সরকার। সাংসদ শান্তনু ঠাকুরের দেওয়া ডেডলাইনকে আরও কমিয়ে রবিবার এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন, বিধায়করা সমর্থন না করলে যে কোনও সময় সরকার পড়ে যেতে পারে।

রবিবার বিধাননগরের সেক্টর ফাইভে বিজেপি কার্যালয়ে ছিল দলের সাংগঠনিক বৈঠক। বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের ফল নিয়ে চুল চেরা বিশ্লেষণ হওয়ার কথা। বৈঠকে যোগ দিতে ঢোকার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন, ‘সরকার পাঁচ মাস ছ’মাস যখন খুশি পড়ে যেতে পারে। অসুবিধার তো কিছু নেই। সরকার কী ভাবে চলে? বিধায়কদের সমর্থনে। বিধায়কেরা হঠাৎ মনে করল, আমরা সমর্থন করব না। আমরা অন্য কাউকে সমর্থন করব। বিধায়কদের তো মনে হতেই পারে। না হওয়ার তো কিছু নেই। আবার ধরুন, এমন গণআন্দোলন শুরু হল, যে বিধায়কেরা বলল, ‘আমরা আজ থেকে আর বিধায়ক পদে থাকব না।’ হাত জোড় করে সবাই বিধায়ক পদ ছেড়ে দিল। এরকমও গণআন্দোলন হতে পারে’।

শনিবার সন্ধ্যায় এক সভায় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ‘বাংলায় শাসকদল যেভাবে পঞ্চায়েত নির্বাচন করিয়েছে তাতে গণতন্ত্র চলতে পারে না। তৃণমূল সন্ত্রাস না করলে বিজেপি ১০ গুণ বেশি ভোট পেত। এদের ভাবনা এরা চিরস্থায়ী। কিন্তু এরা চিরস্থায়ী নয়, আগামী ৫ মাসের মধ্যেই এদের মেয়াদ শেষ হয়ে যাবে। ’ এর পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি রাজ্যে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করানোর পরিকল্পনা করছে বিজেপি?