Tourist in Digha: পঞ্চায়েত ভোট মিটতেই দিঘায় উপচে পড়ল ভিড়, ‘খেলা’ হচ্ছে সমুদ্রতটে

রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল দিঘা। সারাবছরই এখানে পর্যটকদের ভিড় থাকে। তবে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই একধাক্কায় দিঘায় পর্যটকদের ভিড় অনেকটাই কমে গিয়েছিল। পঞ্চায়েত নির্বাচন ঘিরে কয়েক মাস ধরে সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে ব্যস্ততা ছিল তুঙ্গে। আর পঞ্চায়েত ভোট সম্পন্ন হতেই পর্যটকদের ভিড় বাড়ল দিঘায়। শুক্রবার রাত থেকেই দিঘায় পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়। দিঘার হোটেল ব্যবসায়ীদের অনুমান, রবিবার সেখানে পর্যটকদের ভিড় আরও বাড়বে। এভাবে পর্যটকদের ভিড় বাড়ায় খুশি হোটেল ব্যবসায়ীরা।

আরও পড়ুন: এবার দিঘায় পর্যটকদের জন্য বসল ‘‌কমপ্লেন বক্স’‌, কোন সুবিধা পাবেন ভ্রমণপিপাসুরা?

দিঘার হোটেল ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের কারণেই পর্যটকদের ভিড় কমে গিয়েছিল। এর ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন হোটেল ব্যবসায়ীরা। তবে আবার দিঘার চেনা ছন্দ ফিরতেই সেখানকার ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে খুশির আমেজ। শুক্রবার বিকেল থেকেই ছিল মেঘলা আবহাওয়া। শনিবার দিনভর মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। মাঝেমধ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে সমুদ্রের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। সেই দৃশ্য উপভোগ করতে ছাতা মাথায় দিয়ে দিঘার উপকূলে ভিড় করতে দেখা গিয়েছে পর্যটকদের। এরকম আবহাওয়া দেখে খুশি পর্যটকরা। বৃষ্টির ফলে সমুদ্রের জল অনেকটাই বেড়েছে। সেইসঙ্গে ঝোড়ো হওয়া এবং সমুদ্রের গর্জন এদিন উপভোগ করতে দেখা যায় পর্যটকদের। তবে বিপদ এড়াতে প্রতিনিয়ত পর্যটকদের সতর্ক করছেন সিভিক ভলেন্টিয়ার এবং নুলিয়ারা। পুলিশও পর্যটকদের সতর্ক করছে। আবার সমুদ্র স্নানে নামতেও বাধা দেওয়া হচ্ছে পর্যটকদের।

দিঘার হোটেল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, পঞ্চায়েত নির্বাচনের কারণে এখানে পর্যটকদের ভিড় ছিল না। তবে ভোটপর্ব মিটে যাওয়ার পরে একটু-একটু করে ভিড় বাড়তে শুরু করেছে পর্যটকদের। আগামী দিনে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে তাঁর আশা। তিনি জানান, দুর্ঘটনা এড়াতে প্রশাসনে সতর্ক রয়েছে। 

অন্যদিকে, নিউ দিঘাতেও পর্যটকদের ভিড় বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এক হোটেল ব্যবসায়ী জানান, প্রায় এক মাস ধরে সেখানে পর্যটকদের ভিড় দেখা যায়নি। ফলে হোটেল বুকিং আগের থেকে কমে গিয়েছিল। ভোটের কারণে ভিড় কমেছিল বলে ব্যবসায়ীদের দাবি। ভোট মিটতেই আবার ভিড় বাড়তে শুরু করেছে। আগামী দিনে সেখানে পর্যটকদের আরও ভিড় বাড়বে ফলে ব্যবসা ভালো হবে বলে আশা করছেন তাঁরা।