সারদাকাণ্ডে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়, প্রমাণ আছে আমার কাছে: শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায় যে সারদা দুর্নীতিতে যুক্ত তার প্রমাণ রয়েছে আমার কাছে। সোমবার এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে জানালেন, কয়েকদিনের মধ্যেই সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে দেখা করে সেই প্রমাণ তাঁর হাতে তুলে দেবেন। শুভেন্দুর এহেন দাবিতে সারদা তদন্ত নতুন করে গতি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘আগামী দু’তিন দিনের মধ্যে নিজাম প্যালেস কিংবা সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের কাছে সারদা দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ দিয়ে আসব।’ পালটা তৃণমূলের প্রশ্ন, প্রমাণ থাকলে এতদিন তা সিবিআইকে দেননি কেন? সংবাদমাধ্যমে প্রচারে থাকতে উনি এসব বলছেন। এদিন শুভেন্দুবাবু আরও বলেন, পাবলিক সার্ভিস কমিশন ও ওয়েবেলে দুর্নীতির প্রমাণও রয়েছে তাঁর কাছে।

২০১৩ সালে রাজ্যে প্রকাশ্যে আসে সারদা দুর্নীতি। এই দুর্নীতির সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তার পর গ্রেফতার হন একের পর এক তৃণমূল নেতা। কিন্তু ধীরে ধীরে তদন্তের গতি স্তিমিত হয়ে যায়। জামিন পেয়ে যান সবাই। শুধুমাত্র জেলবন্দি রয়েছেন, সারদার কর্ণধার সুদীপ্ত সেন ও তাঁর সহযোগী দেবযানী মুখোপাধ্যায়। বামেদের দাবি, তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে সারদা তদন্ত বন্ধ করে দিয়েছে মোদী সরকার।