Opposition Mega Dinner: ‘পা কেমন আছে?’ বেঙ্গালুরুর মেগা ডিনারে মমতা-সোনিয়া পাশাপাশি, পঞ্চায়েত হিংসা অতীত, এখন কোলাকুলি

পঞ্চায়েত ভোটের হিংসায় বাংলায় একের পর এক প্রাণ গিয়েছে। এখনও বহু বাড়িতে কান্নার রোল। তবে তাতে অবশ্য বেঙ্গালুরুতে মেগা ডিনারে কোনও ছাপই পড়ল না। সেই ডিনারে অংশ নিলেন বিরোধী দলের তাবড় নেতা নেত্রী। কংগ্রেস নেতা পবন খেরা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আসল মিটিং তো কাল, মঙ্গলবার। 

তবে সূত্রের খবর এদিন দেখা যায়, বিরোধী জোটের নেতানেত্রীদের মধ্য়ে যাবতীয় দ্বন্দ্ব একেবারে উধাও। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলায় কংগ্রেসের কর্মীদের উপর চড়াও হচ্ছে তৃণমূল। ঘরে ঘরে কান্নার রোল। এমনটাই অভিযোগ বিরোধীদের। আর বেঙ্গালুরুতে গিয়ে তৃণমূল নেত্রীর সঙ্গে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস নেতার রাহুল গান্ধীর একেবারে জোরদার শুভেচ্ছা বিনিময়। সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পা কেমন আছে সেব্যাপারে খোঁজ নেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

অন্য়দিকে আপ নেতৃত্বের সঙ্গে কংগ্রেসের একটি ঠান্ডা লড়াই চলছিল বলে খবর। তবে এদিনের মিটিংয়ে দেখা যায় আপ নেতৃত্বের সঙ্গে সম্পর্কের বরফ গলে গিয়েছে। রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁরা রীতিমতো হেসে হেসে কথা বলেন। এমনকী সূত্রে সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্য়ায় পরস্পরকে আলিঙ্গনও করেছেন। সূত্রের খবর। 

এদিকে এবারের পঞ্চায়েত ভোটে কংগ্রেস ও তৃণমূলের মধ্য়ে লড়াই একেবারে চরমে উঠেছিল। বাংলার কংগ্রেস নেতা অধীর চৌধুরী বার বার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। আর বেঙ্গালুরুতে একেবারে অন্য ছবি। যাবতীয় পঞ্চায়েত হিংসার ছবি একেবারে উধাও। কংগ্রেস পরিবারের চোখের জলের কথাও ভুলে গেলেন অনেকেই। তৃণমূল পরিবারের চোখের জলেরও দাম রইল না। বিরোধী জোটকে চূড়ান্ত করতে একেবারে ঝাঁপিয়ে পড়েছেন সোনিয়া-মমতা। এই ছবি দেখে কার্যত ভিড়মি খাচ্ছেন বাংলার কংগ্রেস কর্মীরা। কার্যত বিভ্রান্ত অবস্থা তাঁদের। বাংলার দিনের পর দিন তৃণমূলের হাতে মার খাচ্ছে কংগ্রেস। আর বেঙ্গালুরুতে গিয়ে সেই কংগ্রেসের সঙ্গে হাত মেলাচ্ছে তৃণমূল।

 তবে প্রাথমিক মিটিং শেষ করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, সমমনস্ক বিরোধী দলগুলি একসঙ্গে কাজ করতে চাইছে। সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা, জাতীয় কল্যাণের স্বার্থে এই জোট।