Sergio Busquets To Play Alongside Lionel Messi Again, Joins Inter Miami

মায়ামি: গত মরশুম শেষেই বার্সেলোনার সঙ্গে সার্জিও বুস্কেতসের (Sergio Busquets) চুক্তি শেষ হয়েছে। তারপর যে তিনি ইন্টার মায়ামিতে (Inter Miami) খেলবেন, তা আগেই জানা গিয়েছিল। ইন্টার মায়ামিতে এ মরশুমে আবার লিওনেল মেসিও (Lionel Messi) যোগ দিয়েছেন। এবার বুস্কেতসও সরকারিভাবে মায়ামির ক্লাবের হয়ে সই করলেন। এক বর্ণময় সন্ধ্যায় মেসি ও বুস্কেতস, উভয়কেই নতুন ইন্টার মায়ামি খেলোয়াড় হিসাবে প্রকাশ্যে আনা হয়। 

এতদিন পর্যন্ত বুস্কেতস নিজের গোটা কেরিয়ারই কাতালান ক্লাবের জার্সিতে খেলেছেন। বিশ্বজয়ী স্প্যানিশ ফুটবলার বার্সেলোনার হয়ে ৭১৯টি ম্য়াচ খেলেছেন। বার্সার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘদিন লড়াই করেছেন মেসি ও বুস্কেতস। জিতেছেন বহু ম্যাচ, খেতাব। এবার ইন্টার মায়ামির হয়েও ফের একবার সেই জুটিকে একসঙ্গে খেলতে দেখা যাবে। দুই বছরের চুক্তিতে মার্কিন ক্লাবের হয়ে সই করেছেন ৩৪ বছর বয়সি বুস্কেতস। নতুন ক্লাবের হয়ে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে রয়েছেন তিনি। গত বছর বার্সেলোনার হয়ে ইন্টার মায়ামির বিরুদ্ধে খেলার সময়ই যুক্তরাষ্ট্রের ক্লাব বেশ প্রভাবিত করেছিল তাঁকে, জানান বুস্কেতস।

তিনি বলেন, ‘এটা আমার জন্য এক বিশেষ সুযোগ যার জন্য আমি মুখিয়ে রয়েছি। ইন্টার মায়ামির সঙ্গে এই নতুন সফর শুরু করতে আমি মুখিয়ে রয়েছি। গত বছর যখন বার্সেলোনার হয়ে এখানে খেলতে এসেছিলাম, তখনই এই ক্লাব বেশ প্রভাবিত করেছিল আমাকে। আমি এবার এই ক্লাবের হয়েই খেলব। এই ক্লাব যে লক্ষ্যে পৌঁছে দিতে, কাঙ্খিত সাফল্য এনে দিতে আমি আগ্রহী।’

 

বুস্কেতসকে সই করানোর বিষয়ে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ক্রিস হেন্ডারসন বলেন, ‘সার্জিওর মতো দক্ষতাসম্পন্ন একজনকে ইন্টার মায়ামির হয়ে সই করাতে পেরে আমরা খুবই খুশি। ও সর্বকালের অন্যতম সেরা বুদ্ধিদীপ্ত খেলোয়াড়। ওর মতো করে খেলা বোঝার ক্ষমতা খুব কমজনেরই আছে। সার্জিও একজন নেতা যিনি বহু খেতাব জিতেছেন। ওর মতো একজন বিশ্ববন্দিত প্রতিভাকে আমাদের দলের হয়ে খেলতে দেখার জন্য আমরা ভীষণই আগ্রহী।’ 

প্রসঙ্গত, ইন্টার মায়ামিতে পাঁচ নম্বর জার্সি পরে বুস্কেতসকে খেলতে দেখা যাবে। আর মেসি তাঁর চিরপরিচিত ১০ নম্বর জার্সি পরেই আবারও একবার ক্লাব ফুটবলে মাঠে নামবেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষায় ইনফেকশন থেকে কীভাবে বাঁচাবেন শখের নখ? রইল সহজ টিপস