Sukanta Majumder: মুখ্যমন্ত্রী নাম্বার ওয়ান চোর, পারলে চন্দ্রযানটাও চুরি করে নিত: সুকান্ত

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘নাম্বার ওয়ান চোর’ বলে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার বসিরহারে রাজনৈতিক হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে একথা বলেন তিনি। সুকান্তর কটাক্ষ, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী নন, এক নম্বর চোর। আর প্রধানমন্ত্রী মোদীজি সেটা জানেন। ভারতবর্ষের চুরিতে যদি কেউ নোবেল পেতে পারেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যত রকমের চুরি আছে, রণে – বনে – জলে – জঙ্গলে – আকাশে, চন্দ্রযান যাচ্ছে, চান্স পেলে ওটাও চুরি করে নিতে পারে, চান্স পায়নি তাই।

সারদাকাণ্ড থেকে বারবার নানা দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর জড়িত থাকার অভিযোগ তুলেছে বিজেপি। তবে এখনো কোনও দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরার জন্য তলব করেনি কোনও কেন্দ্রীয় সংস্থা। সিপিআইএম কংগ্রেসের দাবি, আসলে ওপরে ওপরে লড়াই করলেও নীচে বিজেপির সঙ্গে তৃণমূলের সখ্য দেখার মতো। কেন্দ্রে একসঙ্গে সরকার চালিয়েছে তারা। তাই মুখে বিজেপি নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেও কার্যক্ষেত্রে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে না তারা।

এদিন বসিরহাটের বিস্তীর্ণ এলাকায় তৃণমূলি আক্রমণে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন সুকান্তবাবু। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।