Bengal Violence: তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার পর খেজুরিতে পুড়ে ছাই বিজেপি নেতার বাড়ি

রাজনৈতিক হিংসার জেরে ফের একবার খবরের শিরোনামে পূর্ব মেদিনীপুরের খেজুরি। সোমবার দুপুরে তৃণমূল কর্মীর গায়ে আগুন লাগানোর ঘটনার পর রাতে বিজেপি কর্মীর বাড়ি পোড়ানোর অভিযোগ। ঘটনা খেজুরির টিকাশি এলাকার। বিজেপির স্থানীয় মণ্ডল সহ সম্পাদক গোপাল পালের বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। তবে লাভ হয়নি। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল বিজেপির।

আক্রান্ত গোপালবাবুর দাবি, এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে তৃণমূলের এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে পুড়িয়ে মারার চেষ্টা করে। ওদিকে সেই ঘটনার দায় এসে পড়ে বিজেপি ঘাড়ে। সোমবার গভীর রাতে পেশায় ব্যবসায়ী গোপালবাবুর বাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর যায় দমকলে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। খড় – মাটির বাড়ি মুহূর্তে ভস্মীভূত হয়ে যায়।

বিজেপির দাবি, গোপালবাবুর বাড়িতে আগুন দিয়েছে তৃণমূলের। ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় বেলাগাম সন্ত্রাস চালাচ্ছে তারা। এলাকা থেকে বিরোধীদের উৎখাত করতে তারা এই কাজ করেছে।

পালটা তৃণমূলের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের হাত নেই। দুর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে। রাজনৈতিক হিংসার পরিবেশের মধ্যে তাদের ঘাড়ে দায় ঠেলা হচ্ছে।

সোমবার দুপুরে এই টিকাশি গ্রাম পঞ্চায়েতের কলনদান এলাকায় জমি বিবাদেরে জেরে তৃণমূলকর্মী নরেন্দ্রনাথ মাজিকে পুড়িয়ে মারার চেষ্টা করে দুষ্কৃতীরা। তৃণমূলের দাবি, হামলায় জড়িত বিজেপি। তার পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতে ভস্মীভূত হয়ে গেল বিজেপি নেতার বাড়ি। ঘটনার তদন্ত শুরু করেছে খেজুরি থানার পুলিশ।