অ্যান্টিগা: ১৭ মাস জাতীয় দলের বাইরে ছিলেন। কামব্য়াকেই দুর্দান্ত পারফর্ম করেছিলেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। এর আগে ঘরোয়া ক্রিকেট ও আইপিএলেও নজর কেড়েছিলেন। অজিঙ্ক রাহানের কামব্য়াক আরও কিছুটা সহজ হয়ে গিয়েছিল শ্রেয়স আইয়ার হঠাৎ চোট পেয়ে যাওয়ায়। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৩ রান করে আউট হন রাহানে। আর এরপরই আবার সোশ্যাল মিডিয়ায় অনেকেই রাহানেকে সরিয়ে শ্রেয়সকে ফেরানোর দাবি তুলেছেন। এবার সেই ইস্যুতে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর।
চোট সারিয়ে এশিয়া কাপে ফিরতে পারেন শ্রেয়স। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা সফরেও দলে ঢোকার অন্যতম দাবিদার হবেন শ্রেয়স। যদিও রাঠৌর আভাস দিচ্ছেন যে রাহানে কিছুটা হলেও এগিয়ে শ্রেয়সের থেকে দলে সুযোগ পাওয়ার ব্যাপারে। রোহিতদের ব্যাটিং কোচ বলছেন, “টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দারুণ পারফর্ম করেছে রাহানে। ও সবসময়ই একজন ভাল প্লেয়ার। খারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়েছিল। রাহানে কামব্যাক করার পর থেকে ওর টেকনিকে কিছু বদল দেখেছি। শরীরের কাছে খেলছে। একটু দেরিতে শট খেলছে। আমি আশা করি রাহানে ভাল পারফর্ম করবেই আরও। দক্ষিণ আফ্রিকার যা পিচ ও পরিবেশ সেখানে ওর মতোই একজন ব্য়াটারের দলে থাকাটা খুব দরকার।” ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে সাংবাদিক বৈঠকে এমনটা বললেন রাঠৌর।
শ্রেয়সকে নিয়ে মুখ খুলে ভারতীয় দলের ব্যাটিং কোচ বলেন, ”ব্যাক ইনজুরির জন্য ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। ঘরের মাঠে বর্ডার-গাওস্কর ট্রফির জন্য দলে ফিরেছিল শ্রেয়স। কিন্তু শেষ টেস্টে ব্য়াট করতে নামতে পারেনি। এরপর সার্জারি করে এনসিএতে রিহ্য়াবে রয়েছে।”
এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফে চূড়ান্ত কিছু জানানো হয়নি। কিন্তু এনসিএ-র মেডিক্যাল স্টাফরা আত্মবিশ্বাসী যে আসন্ন এশিয়া কাপে শ্রেয়স ও বুমরা দুজনকেই দেখতে পাওয়া যাবে ভারতীয় দলে।
ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। দলে রয়েছেন একজন নবাগত স্পিনারও। ওয়েস্ট ইন্ডিজ দলে বাকি ১২ সদস্যের জায়গা পরিবর্তন হয়নি। শুধুমাত্র নতুন মুখ হিসেবে ঢুকেছেন কেভিন সিলক্লেয়ার। অলরাউন্ডার রেইমন রেইফারের বদলি হিসেবে দলে এলেন সিনক্লেয়ার। ২৩ বছরের কেভিন ইতিমধ্যেই দেশের জার্সিতে সাতটি ওয়ান ডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। সম্প্রতি বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বের ম্যাচ খেলা হয়েছিল জিম্বাবোয়েতে। সেখানেও দেশের জার্সিতে নেমেছিলেন কেভিন। তবে টেস্টে প্রথমবার দলে সুযোগ পেলেন।