Chandrayaan 3 viral picture: উৎক্ষেপণের ৩০ মিনিটের মধ্যে অস্ট্রেলিয়ার আকাশে ম্যাজিক চন্দ্রযান ৩-র? ভাইরাল ছবি

অস্ট্রেলিয়ার রাতের আকাশে কি ‘ম্যাজিক’ দেখাল চন্দ্রযান-৩? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ঘিরে আপাতত সেটা নিয়েই তুমুল হইচই শুরু হয়েছে। যে ছবিতে রাতের পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। আকাশের এক কোণ থেকে আলোর বিচ্ছুরণ ধরা পড়েছে। আর চন্দ্রযান ৩-র কারণে ওই আলোর বিচ্ছুরণ হয়েছে বলে দাবি করা হয়েছে। নেটিজেনদের দাবি, ছবিটি একেবারে মন্ত্রমুগ্ধকর। সেইসঙ্গে চন্দ্রযান-৩ নিয়ে হাজার-হাজার কিলোমিটার দূরে অবস্থিত অস্ট্রেলিয়ায় যে বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে, তাতে গর্বে বুক ফুলে গিয়েছে ভারতীয় নেটিজেনদের।

আরও পড়ুন: Chandrayaan 2 vs Chandrayaan 3: ২০১৯-র কান্না ভোলাবে ২০২৩? চন্দ্রযান ২-র থেকে চন্দ্রযান ৩-তে কী কী পরিবর্তন হল?

আর যে ব্যক্তি সেই ছবি পোস্ট করেছেন, সেই ডিলান ও’ডোনেল তো দাবি করেছেন, টুইটারে তাঁর জনপ্রিয়তা লাফিয়ে বেড়েছে। যিনি গত শুক্রবার টুইটারে ওই ছবি পোস্ট করে লেখেন, ‘ভারতের মহাকাশ সংস্থা যে চন্দ্রযান উৎক্ষেপণ করেছে, সেটা ইউটিউবে দেখলাম। ৩০ মিনিট পরেই সেটা আমার বাড়ির উপর দিয়ে উড়ে গেল। অভিনন্দন ইসরো। আশা করছি যে আপনারা এবার সাফল্যের সঙ্গে চাঁদে অবতরণ করতে পারবেন।’

আরও পড়ুন: Chandrayaan 3: চাঁদের জমিতে পৌঁছানোর আগে কোন কোন চ্যালেঞ্জ পার করতে হবে ‘চন্দ্রযান ৩’ কে?

ডোনেলের সেই টুইট সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি রাজত্ব করছে। ইতিমধ্যে ‘ভিউস’-র সংখ্যা ইতিমধ্যে ৮.৫ লাখের কাছে পৌঁছে গিয়েছে। রিটুইট হযেছে ১,৫৯৬ বার। ‘লাইক’ পড়েছে প্রায় ১৫,০০০টি। যা দেখে ডিলান আবার বলেন, ‘আমি মদ্যপান করে শুয়ে পড়েছিলাম। উঠে দেখি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই পোস্টটা হুড়মুড়িয়ে চলছে। হ্যালো, ভারতীয় ফলোয়াররা। এই ছবিটা পূর্ব অস্ট্রেলিয়ায় তোলা হয়েছে। এবার থেকে ভারতের (মহাকাশযান) উৎক্ষেপণে বাড়তি গুরুত্ব আরোপ করব।’

যদিও সেই ছবিটি নিয়ে ভারতীয় মহাকাশ সংস্থার ইসরোর তরফে মুখ খোলা হয়নি। ইসরোর বিজ্ঞানীরা আপাতত সম্পূর্ণভাবে চন্দ্রযান ৩-র উপর মনোনিবেশ করেছেন। কীভাবে চন্দ্রযান-৩ এগিয়ে যাচ্ছে, সেদিকে কড়া নজর রেখেছেন। তারইমধ্যে সোমবার ইসরোর তরফে জানানো হয়েছে যে আপাতত চন্দ্রযান ৩-র ‘স্বাস্থ্য’ ভালো আছে। পৃথিবীর কক্ষপথে উচ্চতা বাড়ানোর দ্বিতীয় প্রচেষ্টা সফল হয়েছে। পৃথিবীর কক্ষপথে চন্দ্রযান ৩-র উচ্চতা আরও বৃদ্ধির প্রক্রিয়া হবে মঙ্গলবার (১৮ জুলাই)। ভারতীয় সময় অনুযায়ী, দুপুর দুটো থেকে তিনটের মধ্যে যে প্রক্রিয়া চলবে চন্দ্রযান ৩-তে। যা শুক্রবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ বা ২৪ অগস্ট চাঁদের মাটিতে পা রাখতে পারে চন্দ্রযান ৩-র ল্যান্ডার। যে ল্যান্ডারের পেটের মধ্যে আছে রোভার।