India’s Star Weightlifter Mirabai Chanu Appeals PM Modi Amit Shah To End Violence Manipur Know Details

নয়াদিল্লি: মে মাস থেকেই অশান্ত মণিপুর (Manipur Violence) । প্রায় দু’মাসের অধিক সময় পার হয়ে গেলেও পূর্ব ভারতের রাজ্যে এখনও শান্তি ফেরার ইঙ্গিত নেই। ইতিমধ্যেই হিংসা, হানাহানিতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, জ্বলছে ঘরবাড়ি। এবার মণিপুরে শান্তি ফেরানোর জন্য সরাসরি দেশের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে অনুরোধ জানালেন অলিম্পিক্স পদকজয়ী তারকা মীরাবাঈ চানু (Mirabhai Chinu)।

নিজের রাজ্য মণিপুরে শান্তি ফেরানোর জন্য সোশ্যাল মিডিয়ায় কাতর আর্জি জানিয়েছেন মীরবাঈ চানু। সোশ্যাল মিডিয়ায় (Social Media) দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে পোস্ট করা একটি ভিডিওতে মীরাবাঈকে বলতে শোনা যায়, ‘মণিপুরে প্রায় তিন মাস ধরে অশান্তি অব্যাহত রয়েছে। এই অশান্ত পরিস্থিতির জেরে প্রচুর ক্রীড়াবিদরা নিজেদের অনুশীলন করতে পারছেন না, পড়াশুনা ব্যাহত হচ্ছে। প্রচুর প্রাণহানি হয়েছে এবং অনেক মানুষের বাড়িঘর জ্বলে যাওয়ায় তাঁরা এখন ঘরছাড়া।’

 

বর্তমানে নিজের অনুশীলনের স্বার্থে মীরাবাঈ মার্কিন মুলুকে রয়েছে বলে জানালেও, মণিপুরই যে তাঁর আসল বাড়ি, সেকথা মনে করিয়ে দিয়ে মীরাবাঈ আরও যোগ করেন, ‘যদিও আমি বর্তমানে মণিপুরে নেই। তবে এই অশান্তকর পরিস্থিতির ছবি দেখে আমি বুঝে উঠতে পারছি, কবে এইসব থামবে। আমি প্রধামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই পরিস্থিতি সামাল দিয়ে, মণিপুরের মানুষজনকে রক্ষা করার অনুরোধ করছি।’

প্রসঙ্গত, মীরাবাঈ একা নন, ক্রীড়াজগতের সঙ্গেই জড়িত জিকসন সিংহও এই বিষয়ে নিজের মুখ খুলেছেন। ভারতীয় দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর তিনি মণিপুরের জনগণের উদ্দেশে বার্তা দিয়ে এই অশান্তি থামানোর আর্জি জানান। তাও কিন্তু মণিপুরে এখনও অশান্তি অব্যাহত। এর আগেও মণিপুরে শান্তি ফেরানোর উদ্দেশে ১৫জন মণিপুরি ক্রীড়াবিদ অমিত শাহকে চিঠি লিখেছিলেন। অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারত্তোলক কুঞ্জরানি দেবী, ভারতীয় মহিলা দলের অধিনায়ক ঔনাম বেম বেম বেদী, বক্সার সরিতা দেবী, ধ্যানচাঁদ পুরস্কারপ্রাপক অনিতা চানু, অলিম্পিয়ান জুডো খেলোয়াড় লিকমাবাম সুশীলা দেবী, অলিম্পিক পদকজয়ী মীরাবাঈ চানু ও দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বক্সার ইবোমচা সিংহ যে চিঠি দিয়েছিলেন।   

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: সকালের জলখাবারে যোগ করুন নারকেল জল, পাবেন একাধিক উপকার