Jasprit Bumrah’s Latest Instagram Posts Shared Fitness Training NCA Camp See Pic

বেঙ্গালুরু: চোটের (Injury) জন্য দীর্ঘদিন মাঠের বাইরে। তাঁর ফিটনেস নিয়ে হাজারো প্রশ্ন ওঠে অহরহ। যদিও সমর্থকদের স্বস্তি দিয়ে ভিডিও পোস্ট (Video Post) করে বার্তা দিলেন তারকা ডানহাতি পেসার। নিজের বোলিংয়ের ভিডিও পোস্ট করেছেন গুজরাত পেসার। নিজের ভিডিওর ক্যাপশনে টিম ইন্ডিয়াকে ট্যাগ করেছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চলতি বছরের শেষেই বিশ্বকাপের আসর বসবে দেশের মাটিতে। তার আগে ভারতীয় দলে (Indian Cricket Team) বুমরা ঢুকে পড়লে নিঃসন্দেহে বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে সুখবর। 

 


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ান ডে কোনও ফর্ম্যাটেই বুমরাকে দলে রাখা হয়নি। পুরো ফিট নন বলে তাঁকে দলের বাইরে রাখা হয়েছিল। তবে ধীরে ধীরে তিনি যে পুরো ফিট হয়ে উঠছেন, তার আভাস মিলেছে। সূত্রের খবর, আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হয়ত জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন বুমরা। ১৮ আগস্ট থেকে যে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। 

প্রোটিয়া সফরে রাহানে না শ্রেয়স?

চোট সারিয়ে এশিয়া কাপে ফিরতে পারেন শ্রেয়স। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা সফরেও দলে ঢোকার অন্যতম দাবিদার হবেন শ্রেয়স। যদিও রাঠৌর আভাস দিচ্ছেন যে রাহানে কিছুটা হলেও এগিয়ে শ্রেয়সের থেকে দলে সুযোগ পাওয়ার ব্যাপারে। রোহিতদের ব্যাটিং কোচ বলছেন, “টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দারুণ পারফর্ম করেছে রাহানে। ও সবসময়ই একজন ভাল প্লেয়ার। খারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়েছিল। রাহানে কামব্যাক করার পর থেকে ওর টেকনিকে কিছু বদল দেখেছি। শরীরের কাছে খেলছে। একটু দেরিতে শট খেলছে। আমি আশা করি রাহানে ভাল পারফর্ম করবেই আরও। দক্ষিণ আফ্রিকার যা পিচ ও পরিবেশ সেখানে ওর মতোই একজন ব্য়াটারের দলে থাকাটা খুব দরকার।” ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে সাংবাদিক বৈঠকে এমনটা বললেন রাঠৌর।

শ্রেয়সকে নিয়ে মুখ খুলে ভারতীয় দলের ব্যাটিং কোচ বলেন, ”ব্যাক ইনজুরির জন্য ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। ঘরের মাঠে বর্ডার-গাওস্কর ট্রফির জন্য দলে ফিরেছিল শ্রেয়স। কিন্তু শেষ টেস্টে ব্য়াট করতে নামতে পারেনি। এরপর সার্জারি করে এনসিএতে রিহ্য়াবে রয়েছে।”